নোট বদলের নির্দেশ ঘিরে এমনিতেই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তার উপর কাঠের সেতু বসে গিয়ে আরও সমস্যায় বাসিন্দারা। সেতু বসে যাওয়ায় ফিরে যেতে হল এটিএম-র টাকা ভর্তি গাড়িকেও।
ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কে চর তোর্সা নদীর উপর কাঠের সেতুর এক পাশে প্রায় এক ফুট বসে যাওয়ায় সেখানে মঙ্গলবার গভীর রাত থেকে বন্ধ যান চলাচল। ফালাকাটা থেকে ৭ কিলোমিটার দূরে আলিপুরদুয়ার সড়কে রয়েছে এই সেতুটি। যান চলাচল বন্ধ হওয়ায় বুধবার সকালে এটিএমের টাকা বোঝাই গাড়ি এসে সেতুর মুখে দাঁড়়িয়ে রইল দীর্ঘক্ষণ। পরে ফালাকাটা ফিরে এসে প্রায় ৫০ কিলোমিটার ঘুর পথে কোচবিহার হয়ে আলিপুরদুয়ারের দিকে রওনা দেয় গাড়িটি। সেতু বসে যাওয়ায় দুর্ভোগে পড়েন রোগী ও তাঁর পরিজনও। এক অসুস্থ কিশোরকে নিয়ে বেসরকারি বাসে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন তাঁর পরিবারের লোকেরা। ভাঙা সেতু দিয়ে বাস না যাওয়ায় অসুস্থ কিশোরকে নিয়ে সেতু পার করাতে হয়েছে তাঁদের। ওই কিশোরের মা বলেন, ‘‘টাকার অভাবে অ্যাম্বুল্যান্স করতে পারিনি। সেতু ভাঙার খবর না থাকায় এই দুর্ভোগ হল।’’
প্রায় এক’শো মিটার লম্বা চর তোর্সা কাঠের সেতুর নিচে পিলারের কাঠ পচে ভেঙে গিয়েছে সেটি। যার ফলে সেতুটি এক দিকে প্রায় এক ফুট বসে গিয়েছে। এই সড়কটি কয়েক বছর আগেই ফোরলেনের জন্য অধিগ্রহণ করেছে জাতীয় হাইরোড অথরিটি। ফালাকাটা-আলিপুদুয়ার সড়কে এক গাড়ির চালক বিকাশ রায় বলেন, “ঠিকাদাররা প্রতিবছর পুরানো কাঠ দিয়ে সেতু মেরামত করে। ফলে অল্প দিনেই সেই পুরনো কাঠ পচে পিলার ভেঙে যাওয়াতে বিপত্তি হয়।’’
আলিপুরদুয়ারের ১০ নম্বর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র মনোজ কুমার বলেন, ‘‘কোনও কারণে সেতুটি বসে গিয়েছে। মেরামত করতে ৩-৪ দিন সময় লাগবে।’’