Advertisement
১১ মে ২০২৪

তপনের বিধায়ক মন্ত্রী হওয়ায় খুশি বালুরঘাট

জেলা সদর বালুরঘাটের চারটি ব্লকও তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। বালুরঘাট মন্ত্রী না পেলেও লাগোয়া তপন এলাকার বাচ্চু হাঁসদা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হওয়ায় খুশি এলাকার মানুষ।

তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা মন্ত্রী হওয়ায় উচ্ছ্বাস বালুরঘাটে।

তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা মন্ত্রী হওয়ায় উচ্ছ্বাস বালুরঘাটে।

নিজস্ব সংবাদদাতা
দক্ষিণ দিনাজপুর শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:১৭
Share: Save:

জেলা সদর বালুরঘাটের চারটি ব্লকও তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত।

বালুরঘাট মন্ত্রী না পেলেও লাগোয়া তপন এলাকার বাচ্চু হাঁসদা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হওয়ায় খুশি এলাকার মানুষ। বালুরঘাটের নাট্য আকাদেমির কাজ এবার শেষ হবে বলে আশা নাট্যপ্রেমীদের। দলের তপন ব্লক সভাপতি মুকুল রায় বলেন, ‘‘বাচ্চুবাবু মন্ত্রী হওয়ায় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। ’’

তৃণমূল জেলা সাধারণ সম্পাদক প্রবীর রায় বলেন, ‘‘এই জেলায় ৪ জন দলের প্রার্থী হেরে গিয়েছেন। খারাপ ফল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাচ্চুকে মন্ত্রী করে প্রমাণ করে দিলেন তিনি এই জেলাকে শুধু ভালোবাসেন না, গুরুত্বও দেন। জেলাবাসী হিসেবে আমরা কৃতজ্ঞ।’’

এ দিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হয়ে তপনের বিধায়ক বাচ্চুবাবু বলেন, দেশের স্বাধীনতার পর এই প্রথম আদিবাসী অধ্যুষিত তপন একজন মন্ত্রী পেল। মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব দেওয়ায় আমি গর্বিত। এলাকার পানীয় জল, রাস্তাঘাট সহ জেলার সার্বিক উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করব।

এ দিন বাচ্চুবাবুর শপথ গ্রহণের সঙ্গেই সবুজ আবির ও শব্দবাজিতে মেতে ওঠে তপন ও বালুরঘাটের একাংশ। তবে জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, ‘‘এর আগে শিলিগুড়ি থেকে গৌতম দেব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন। বালুরঘাটের তাতে কোনও লাভ হয়নি।

এ বারে ওই দফতরের প্রতিমন্ত্রী কতটা কী করবেন, তা নিয়ে সংশয় থেকে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balurghat Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE