Advertisement
০৫ মে ২০২৪
Udayan Guha

অভিষেকের হুঁশিয়ারির পরই শাহের ডেপুটির বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার উদয়নের! পাল্টা দিল বিজেপি

মন্ত্রীর এই ফেসবুক পোস্টটি নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের একটি সূত্র বলছে, আগামী ১৯ ফেব্রুয়ারি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বাড়ি ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Bengal Minister Udyan Guha appeals people to gherao Central Minister Nisith Pramanik\'s house

বিএসএফের শাস্তির দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২
Share: Save:

বিএসএফের গুলিতে প্রেমকুমার বর্মণের মৃত্যুতে তাঁর পরিবারকে দুই থেকে তিন মাসের মধ্যে সুবিচার পাইয়ে দেওয়ার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই বিএসএফের শাস্তির দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরেওয়ের ডাক দিল তৃণমূল। এই মর্মে সমাজমাধ্যমে একটি পোস্টও করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিহত প্রেমকুমার বর্মণের একটি ছবি পোস্ট করেন উদয়ন। পোস্টে লেখেন, ‘‘বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেম বর্মণের হত্যাকারী বিএসএফ জওয়ানের অবিলম্বে গ্রেফতারির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। শেয়ার করুন (পোস্ট)।’’

মন্ত্রীর এই ফেসবুক পোস্টটি নিয়ে শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের একটি সূত্র বলছে, আগামী ১৯ ফেব্রুয়ারি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি অনুষ্ঠিত হবে। অন্য দিকে, বিজেপি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। তারা পাল্টা দুর্নীতি ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে নিশানা করেছে।

শনিবার কোচবিহারের মাথাভাঙার সভা থেকে প্রেমকুমারের মৃত্যুর প্রসঙ্গ টেনে বিচার দাবি জানান অভিষেক। প্রয়োজনে এই মামলা নিয়ে উচ্চ এবং শীর্ষ আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেছেন।

উদয়নের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় মন্ত্রী (নিশীথ) রাজবংশী, রাজবংশী করে চিৎকার করছেন। কিন্তু বিএসএফ রাজবংশীদের গুলি করে মারছে। আবার তিনিই বলছেন বিএসএফ যা করছে ভাল করছে।’’

বিজেপির দাবি এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি করতেই এই ধরনের পোস্ট করেছেন উদয়ন। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, ‘‘উদয়ন সব সময় উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় উত্তেজনা ছড়াযন। বিএসএফের গুলিতে এক জনের মৃত্যু হয়েছে, সেই বিষয়ে তদন্ত চলছে। যদি কোনও বিএসএফ জওয়ান দোষী হয়ে থাকেন, তা হলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ হবে। এবং শাস্তিও হবে। আর যদি ঘেরাও করার থাকে তা হলে মন্ত্রীর দফতরে গিয়ে ঘেরাও করুন না ওঁরা।’’ উদয়নের দাবি, ‘‘যে হেতু কোচবিহারের সাধারণ মানুষে ক্ষেত্রে দিল্লিতে গিয়ে দপ্তর ঘেরাও করা সম্ভব নয়, তাই দোষী বিএসএফ জওয়ানের শাস্তির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি ঘেরা করা হবে।’’

বিজেপির সুকুমারের কটাক্ষ, ‘‘তৃণমূলের যে সমস্ত নেতা নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদের বাড়িও যে ঘেরাও হবে না তারও তো কোনও গ্যারান্টি নেই।’’ এর পর তাঁর হুঁশিয়ারি, ‘‘তৃণমূল যা খুশি করবে আর বিজেপি চুপচাপ থাকবে, এটা কিন্তু হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udayan Guha Nisith Pramanik TMC, BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE