Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Udayan Guha

‘শুধু নিজের বাবা নন, শিক্ষার বাবারও পিন্ডি চটকেছেন’, সেলিমকে পাল্টা খোঁচা উদয়নের

নিয়োগ দুর্নীতিতে ভূরি ভূরি অভিযোগের মধ্যে পাল্টা আক্রমণের রাস্তা নিয়েছে রাজ্যের শাসকদল। প্রয়াত বাবাকে নিয়ে উদয়নের মন্তব্যের পর সেলিম কটাক্ষ করেন, ‘‘বাবার পিন্ডি চটকে ছেড়েছেন ছেলে।’’

Bengal Minister Udyan Guha jabs CPIM leader Mohammed Salim

এ বার মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট করেছেন উদয়ন। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ১৭:৪৩
Share: Save:

নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক এবং বিরোধীর আক্রমণ এবং পাল্টা আক্রমণ অব্যাহত। এ বার বাম আমলের ‘দুর্নীতি’ নিয়ে নতুন অভিযোগ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তাঁকে বিঁধে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মন্তব্যের পাল্টা দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক।

সোমবার সেলিম বলেছেন, নিয়োগ দুর্নীতিতে নিজের প্রয়াত বাবা কমল গুহের কথা টেনে এনে তাঁর ‘পিন্ডি চটকাচ্ছেন’ ছেলে উদয়ন। এ বার উদয়নের মন্তব্য, বাম জমানায় শুধু বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকেছে পূর্বতন বাম সরকার। মঙ্গলবার ফেসবুকে উদয়ন লেখেন, ‘‘আজ সেলিমের জন্য।’’ এর পর পাঁচটি নাম তুলে ধরে উদয়ন দাবি করেন এঁরা তৃতীয় বিভাগে পাশ করেও প্রাথমিক শিক্ষক হয়েছিলেন। তার পর লেখেন, ‘‘সেলিম আপনারা শুধু নিজের বাবার নয় শিক্ষার বাবার পিন্ডি চটকেছেন।’’

উদয়নের এই পোস্টের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে উদয়নের দাবি, ‘‘কারও চাকরি খাওয়ার জন্য এই উদ্যোগ নয়। এই বিষয়ে তদন্তও চাই না। তবে সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিমরা চাকরিতে দুর্নীতি নিয়ে যে ভাবে লাফালাফি করছেন, তাঁদের সেই অধিকার আছে কি না, তাই জানতে চাইছি।’’ তিনি আরও বলেন, ‘‘কয়েকটি নাম প্রকাশ করেছি। ধীরে ধীরে আরও নাম প্রকাশ করা হবে। তাঁরা কী করে চাকরি পেয়েছেন সেটা আমিও জানতে চাই। কেউ থার্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছেন, কেউ একাদশ শ্রেণি পাশ করে চাকরি পেয়েছেন।’’ মন্ত্রীর দাবি, এঁদের অনেকেই অবসরজীবন কাটাচ্ছেন। তিনি চান না কারও পেনশন আটকে যাক। তাই তদন্ত চাইছেন না।

উদয়নের এই অভিযোগ প্রসঙ্গে সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়ের মন্তব্য, ‘‘উনি নীতি, আদর্শকে জলাঞ্জলি দিয়ে করে খাওয়ার ধান্দায়, মন্ত্রী হওয়ার বাসনায় দল পাল্টে তৃণমূলে যোগদান করেছেন।’’ তিনি আরও বলেন ‘‘সিপিএম হলে কি কেউ চাকরি পাবেন না, না কি তৃণমূল হলে কেউ চাকরি পেতে পারেন না? যাঁদের যোগ্যতা থাকবে, তাঁরা নিশ্চয়ই চাকরি পাবেন। কিন্তু দুর্নীতি হলে তো কথা হবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udayan Guha Md.Salim Recruitment Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE