বিধানসভা উপনির্বাচনের প্রচারে গত পঞ্চায়েত ভোটে ‘সন্ত্রাসের’ কথা তুলে শাসকদলকে বিঁধছে বিজেপি। প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনও মন্তব্য না করলেও, তৃণমূলের অন্দরমহলে তা নিয়ে অস্বস্তি ছড়িয়েছে বলে খবর।
বুধবার কালিয়াগঞ্জে দলের কর্মিসভায় যোগ দিয়েছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের অন্দরের খবর, কর্মিসভার পরে কালিয়াগঞ্জের তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সেখানেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির উপনির্বাচনের প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গত পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পাভোট ও বুথ দখলের অভিযোগ উঠেছিল। ২৫ নভেম্বর ওই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার প্রচারেই ওই সন্ত্রাসের প্রসঙ্গ তুলছে বিজেপি।