Advertisement
০৪ মে ২০২৪
TMC-BJP Conflicts

মন্ত্রিপুত্রের বিরুদ্ধে হামলার অভিযোগ 

উদয়ন বলেন, ‘‘আমাকে হেনস্থা করাই প্রধান উদ্দেশ্য। আমার ছেলেকে প্রত্যেকেই চেনেন। পুলিশ তদন্ত করুক, তা হলেই সব স্পষ্ট হবে।’’

An image of BJP and TMC

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার ও দিনহাটা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ০৯:০১
Share: Save:

বিজেপির এক মণ্ডল সভাপতির উপরে হামলার ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের ছেলে সায়ন্তনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, এমন কোনও ঘটনার সঙ্গে কখনও জড়িত ছিলেন না সায়ন্তন। উদয়নকে হেনস্থা করতেই তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির পাল্টা দাবি, সায়ন্তনের নেতৃত্বেই হামলা করা হয়েছে। গত শুক্রবার দুপুরে কোচবিহারের দিনহাটার ঝুড়িপাড়ায় ওই গণ্ডগোল হয়। দু’পক্ষই তা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’ উদয়ন বলেন, ‘‘আমাকে হেনস্থা করাই প্রধান উদ্দেশ্য। আমার ছেলেকে প্রত্যেকেই চেনেন। পুলিশ তদন্ত করুক, তা হলেই সব স্পষ্ট হবে।’’ বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘যাঁর উপরে হামলা হয়েছে, তাঁর পরিবারের সদস্যেরা সেখানে ছিলেন। পরিবারের তরফেই অভিযোগ করা হয়েছে।’’

গত শুক্রবার দিনহাটার ঝুড়িপাড়ায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অজয় রায়ের অভিযোগ, ‘‘দলের মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বৈঠক চলাকালীন সেখানে আচমকা হামলা চালায় তৃণমূল। ঈশ্বরকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আমার উপরেও হামলা করেন মন্ত্রিপুত্র ও অন্য তৃণমূল কর্মীরা। মন্ত্রিপুত্র সায়ন্তন এই ঘটনার সঙ্গে জড়িত।’’ তিনি জানান, ঈশ্বরের স্ত্রী রিনা ওই ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাল্টা তৃণমূলের পক্ষ থেকেও অজয় রায়-সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের জেলা সম্পাদক, উদয়ন-পুত্র সায়ন্তন বলেন, ‘‘দুই-এক জনের নাম জড়িয়ে দিয়ে উদয়ন গুহকে নানা ভাবে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কর্মীদেরও এ ভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে বিজেপি। তবে তাতে লাভ হবে না। বিজেপি কর্মীরা যদি ফের ঝামেলা করেন, তা হলে আমাদের কর্মীরাও যোগ্য জবাব দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE