দল বললে আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবি সমর্থন করবেন শুভেন্দু অধিকারী। ময়নাগুড়ি ধর্ষণ-কাণ্ডে মৃতা নাবালিকার বাড়িতে যাওয়ার পথে এ কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দু শুক্রবার বলেন, ‘‘উত্তরবঙ্গে সত্যিকারের কোনও উন্নয়ন এরা (রাজ্য সরকার) করেনি। মুখ্যমন্ত্রী শুধু ঘুরতে আসেন। উত্তরকন্যা এখানে রয়েছে। কিন্তু তার কোনও কাজ নেই। সব ক্ষেত্রেই বঞ্চনা। উত্তরকন্যা থেকে কোনও পরিষেবা পাওয়া যায় না। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হলেও তার থেকে এখনও কোনও পূর্ণাঙ্গ প্রাপ্তি নেই।’’ এমনকি, জিটিএ চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘‘কেন্দ্র থেকে প্রচুর টাকা এসেছে কিন্তু তার কোনও অডিট হয়নি।’’
শুভেন্দুর অভিযোগ, মালদা থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত , সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে রয়েছে। কারণ কোনও কর্মসংস্থান নেই উত্তরবঙ্গে। তিনি বলেন, ‘‘রাজ্যের উদাসীনতার বিরুদ্ধে উত্তরবঙ্গের যে ক্ষোভ রয়েছে, তাকে আমি সঠিক বলে মনে করি। কিন্তু পৃথক রাজ্য বা রাজ্য ভাগের বিষয় নিয়ে দল যখন সিদ্ধান্ত নেবে, তখনই কিছু বলব , এখন আলাদা করে কিছু বলার নেই।’’