Advertisement
E-Paper

হাসপাতালে বোমাবাজি, অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে

ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ডিএসও। ডিএসওর অভিযোগ, ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে গোড়া থেকেই নানা ভাবে তাদের হেনস্থা করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০২:২৩

ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ডিএসও।

ডিএসওর অভিযোগ, ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে গোড়া থেকেই নানা ভাবে তাদের হেনস্থা করা হচ্ছে। সোমবার নির্বাচনে ১৮টির মধ্যে ১৭টিতেই জেতে তৃণমূল ছাত্র পরিষদ। একটি আসনে ডিএসও’র প্রার্থী জেতার পর তৃণমূল ছাত্র পরিষদের লোকজন তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায়, মিঠুন বৈশ্যর মতো বহিরাগতরাও ছিলেন বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি কোনও রকমে সামাল দিলেও দু’পক্ষের মধ্যে চাপা গোলমাল চলতে থাকে। মঙ্গলবার বেলা ১০ টা নাগাদ ডিএসও’র ছাত্রদের লক্ষ্য করে নিউ বয়েজ হস্টেলে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। তাতে দুই ছাত্র অল্প বিস্তর জখম হয়েছে বলেও ডিএসও দাবি করেছে। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ জানানোয় তা তুলে নিতে কর্তৃপক্ষ চাপ দিচ্ছে বলেও অভিযোগ।

কলেজ কতৃর্পক্ষের তরফে জানানো হয়, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। বিষয়টি দেখা হচ্ছে। কলেজের ডিন (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) মৈত্রেয়ী নন্দী বলেন, ‘‘পুলিশ জানিয়েছে কেউ চকলেট বোমা ফাটিয়েছে। এ দিন দুই পক্ষের পড়ুয়াদের ডেকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’’ শিলিগুড়ি পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, বোমাবাজির বিষয়ে ঠিক কী অভিযোগ হয়েছে তিনি খতিয়ে দেখছেন।

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বোমাবাজির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘‘পাগলের প্রলাপ বকছে ডিএসও। একটি আসন কোনও রকমে তারা জিতেছে। তা নিয়ে অকারণে হইচই করছে।’’ একই কথা জানিয়েছেন, সংগঠনের কার্যকরী সভাপতি মিঠুন বৈশ্য।

ডিএসও-র জয়ী ছাত্র সাহরিয়র আলম এবং অপর তিন ছাত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এ দিন দু’পক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন কলেজ কর্তৃপক্ষ। ডিএসও-র তরফে চন্দন কুমার শিট বলেন, ‘‘কলেজের ১৮টি আসনের মধ্যে সব ক’টিতেই ওরা জিতবে ভেবেছিল। আমরা ৯টি আসনে প্রার্থী দিয়ে একটিতে জিতেছি। তা ওদের সহ্য হচ্ছে না। আমাদের উপর হামলা করছে। পুলিশে অভিযোগ জানানোয় কর্তৃপক্ষ আমাদের চাপ দিয়ে অভিযোগ প্রত্যাহার করিয়ে নিতে চাইছে।’’

কলেজ কর্তৃপক্ষ অবশ্য ডিএসও-র ওই অভিযোগ মানতে রাজি হননি।

siliguri North Bengal Medical college dso Trinamool election bomb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy