Advertisement
E-Paper

জন্মদিনে গনিখান স্মরণ দুই শিবিরেই

এ দিকে, এ দিন গনির জন্মদিবস পালনে টাউন হলে স্মৃতিচারণ সভায় কংগ্রেসের মালদহ জেলা পর্যবেক্ষক মইনুল হাসান আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল এই জেলায় একটি আসনেও যেন জিততে না পারে সেই শপথ নেওয়ার ডাক দিলেন।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০৪:৫৫
উদ্‌যাপন: কর্মীদের সঙ্গে কেক কাটলেন ইশা। মাজারে শ্রদ্ধা মৌসমের।(বাঁ দিকে) নিজস্ব চিত্র।

উদ্‌যাপন: কর্মীদের সঙ্গে কেক কাটলেন ইশা। মাজারে শ্রদ্ধা মৌসমের।(বাঁ দিকে) নিজস্ব চিত্র।

শিয়রে বিধানসভা ভোট। সে দিকে নজর রেখে রবিবার গনি খান চৌধুরীর ৯৪-তম জন্মদিবসে মালদহে গনি-বন্দনায় শামিল হল কংগ্রেস, তৃণমূলও। দু'দলের তরফেই এ দিন পৃথক ভাবে গনির মাজারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রয়াত নেতার মূর্তিতে মাল্যদান ও তাঁর স্মৃতিচারণা করা হয়।

জেলায় বিভিন্ন নির্বাচনী সভায় তৃণমূল নেতৃত্ব বলে এসেছেন, জেলায় এখন 'গনি মিথ' বলে কিছু নেই। কিন্তু এ দিন গনির মাজারে একাধিক দলীয় নেতাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভা সাংসদ মৌসম নুর বলেন, "গনি খান চৌধুরী আজও প্রাসঙ্গিক।" তিনি আরও বলেন, ‘‘গনি খান চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে মিল খুঁজে পেয়েছি। তাই নেত্রীর দলে রয়েছি।’’

এ দিকে, এ দিন গনির জন্মদিবস পালনে টাউন হলে স্মৃতিচারণ সভায় কংগ্রেসের মালদহ জেলা পর্যবেক্ষক মইনুল হাসান আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল এই জেলায় একটি আসনেও যেন জিততে না পারে সেই শপথ নেওয়ার ডাক দিলেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ কোতোয়ালি বাড়িতে গনির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুজাপুরের কংগ্রেস বিধায়ক তথা গনির ভাইপো ইশা খান চৌধুরী। সঙ্গে ছিলেন মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম। পরে তাঁরা যান রথবাড়ি মোড়ে থাকা গনি খানের পূর্ণাবয়ব মূর্তির সামনে। সেখানেও তাঁকে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে কংগ্রেসের তরফে স্মৃতিচারণ সভার আয়োজন করা হয় টাউন হলে। সেখানে স্মৃতিচারণ করেন দলের জেলা পর্যবেক্ষক তথা ফরাক্কার বিধায়ক মইনুল হাসান, বিধায়ক ইশা, ভূপেন্দ্রনাথ হালদার, আসিফ মেহেবুব, মোস্তাকিন আলম, আলবেরুনি জুলকারনাইন, জেলা নেতা কালীসাধন রায।

সভায় মইনুল বলেন, "গনি খানের দেখানো পথেই মালদহে কংগ্রেস চলছে, চলবে। জেলার মানুষ কংগ্রেসের পাশে আছে। গত বিধানসভা নির্বাচনে মালদহের মানুষ ১২টি আসনে তৃণমূলকে যেমন খালি হাতে ফিরিয়েছিলেন, আসন্ন বিধানসভা ভোটে তৃণমূল একটি আসনও যেন না পায় এ ব্যাপারে কর্মীরা আজ শপথ নিন।"

এ দিকে, এ দিন সকাল সাড়ে ৯টায় তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম গনির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দলের দুই জেলা মুখপাত্র শুভময় বসু ও সুমালা আগরওয়াল ছিলেন। পরে তাঁরা রথবাড়ি মোড়ে গনির মূর্তিতে শ্রদ্ধা জানান। সেখানে দলের ইংরেজবাজার শহর সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারিও ছিলেন। মৌসম বলেন, "মামা গনি খান চৌধুরী দুটি বিষয়কে প্রাধান্য দিয়েছেন সারা জীবন। এক ধর্মনিরপেক্ষতা ও দুই উন্নয়ন। তাই মানুষ আজও তাঁকে মনে রেখেছে। এখন দেশে যা পরিস্থিতি, বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, তাই মনে করি গনি খান আজও প্রাসঙ্গিক।" তিনি আরও বলেন, "আমাদের দলনেত্রীও ধর্মনিরপেক্ষতা ও উন্নয়নের কাণ্ডারি। এ কারণে দু'জনের মধ্যে আমি মিল খুঁজে পাই। তাই আমি এখন নেত্রীর দলে।"

TMC Congress Gani Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy