আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গুলি-সহ নিখোঁজ হয়ে গিয়েছেন বিএসএফ জওয়ান। তার জেরে খোঁজ খোঁজ রব পুলিশে। এই ঘটনা ঘটেছে মালদহে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ওই জওয়ানের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
বিএসএফের তরফে বিষয়টি মালদহের হবিবপুর থানায় জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই বিএসএফ জওয়ানের নাম অখিলেশ কুমার। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিএসএফের মালদহ সেক্টরের ১৫৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান অখিলেশ। বিএসএফের ওই ব্যাটালিয়নটি মালদহের হবিবপুর এবং বামনগোলা এলাকার সীমান্তে প্রহরারত। পুলিশ সূত্রে জানা গিয়েছে সীমান্তে কর্তব্যরত ছিলেন অখিলেশ। শনিবার তাঁর বিএসএফের শিবিরে রিপোর্ট করার কথা ছিল। কিন্তু ওই সময় থেকে অখিলেশের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এর পর শনিবার সন্ধ্যায় বিষয়টি হবিবপুর থানাকে জানানো হয় বিএসএফের তরফে।
বিএসএফ জওয়ান অখিলেশ কুমার। — নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
-
আমেরিকায় চাকরির টোপ! অপহরণ করে মুক্তিপণ, বিধাননগর পুলিশ উদ্ধার করল ১৮ জনকে, গ্রেফতার তিন
-
চণ্ডীগড় এমএমএস-কাণ্ডে অভিযুক্ত ছাত্রীকে হুমকি! অরুণাচল প্রদেশ থেকে সেনা সদস্যকে গ্রেফতার
-
সোনালিকে খুন করেছেন পদ্মেরই নেতা কুলদীপ! খাপ পঞ্চায়েতে অভিযোগ বিজেপি নেত্রীর পরিবারের
-
নিজের মেয়ে অভিনেত্রী হলে তার সঙ্গেও শুতাম, রতনকে প্রস্তাব দেওয়ার সময় বলেছিলেন সেই প্রযোজক
এ নিয়ে মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, ‘‘নিখোঁজের অভিযোগ পেয়েছি আমরা। ওই জওয়ানের খোঁজ করা হচ্ছে।’’ বিএসএফের তরফে খোঁজ করা হচ্ছে অখিলের কানপুরের বাড়িতেও। নিখোঁজ হওয়ার সময় অখিলেশের কাছে ছিল ইনসাস রাইফেল, দু’টি ম্যাগাজিন এবং প্রচুর গুলি।