Advertisement
E-Paper

সার্কিট বেঞ্চ এখন কোর্টের বিষয়: মুখ্যমন্ত্রী

নবান্ন থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘‘আমরা চেয়েছিলাম সার্কিট বেঞ্চ হোক। সব কিছু করেও দেওয়া হয়েছিল। জমিও দেওয়া হয়েছিল। মামলা হয়ে গিয়েছে। এখন এটা কোর্টের বিষয়।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০৪:৪৭
ফাইল চিত্র

ফাইল চিত্র

আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফর স্থগিত বলে রাজ্য থেকে জানানো হল জেলা প্রশাসনকে। ১৭ অগস্ট, শুক্রবারই জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ উদ্বোধনের কথা ছিল। ওই বেঞ্চ উদ্বোধনের পদ্ধতিগত প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। বেঞ্চ উদ্বোধন নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ১৬ অগস্ট সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রশাসন সূত্রের খবর, সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সার্কিট বেঞ্চ উদ্বোধন সম্ভব নয় বলে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ দিন নবান্ন থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘‘আমরা চেয়েছিলাম সার্কিট বেঞ্চ হোক। সব কিছু করেও দেওয়া হয়েছিল। জমিও দেওয়া হয়েছিল। মামলা হয়ে গিয়েছে। এখন এটা কোর্টের বিষয়।’’

জলপাইগুড়ি জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, ‘‘এ দিনই মুখ্যমন্ত্রীর খসড়া সফরসূচি এসে পৌঁছয়, তাতে ১৭ অগস্ট দুপুর ২টোয় সার্কিট বেঞ্চ উদ্বোধনের কথা বলা হয়েছিল। বিকেলে ফোনে জানানো হয় আপাতত মুখ্যমন্ত্রী আসছেন না, বেঞ্চও উদ্বোধন হচ্ছে না। যদিও এখনও সরকারি নির্দেশ আসেনি।”

গত মাসের শুরুতে শিলিগুড়ির উত্তরকন্যায় জলপাইগুড়ি জেলার প্রশসানিক সভায় আধিকারিকদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৭ অগস্ট সার্কিট বেঞ্চের উদ্বোধন হতে পারে। সেই ঘোষণার পরে উত্তরবঙ্গে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিদের প্রতিনিধি দল জলপাইগুড়িতে একাধিকবার পরিদর্শন করে। প্রতিনিধি দল নানা পরামর্শ দেয়। সেই মতো পরিকাঠামোও রদবদল করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়, বেঞ্চের পরিকাঠামো প্রস্তুত, আগামী ১৭ অগস্ট অথবা তার পর থেকে যে কোনও দিন উদ্বোধন হতে পারে।

এখন সার্কিট বেঞ্চ উদ্বোধন পিছিয়ে যাওয়া বা স্থগিত হওয়া নিয়ে রাজনীতির সমীকরণ দেখছেন তৃণমূল আইনজীবী সেল। তৃণমূলের সর্বভারতীয় সেলের জলপাইগুড়ি শাখার অন্যতম দায়িত্বপ্রাপ্ত তথা বার কাউন্সিল সদস্য গৌতম দাস বলেন, “রাজ্য সরকার আন্তরিক ভাবে চেষ্টা চালাচ্ছে। সে সময় হঠাৎ করে বিরোধী দলগুলি মামলা করল। জলপাইগুড়িতে বেঞ্চ উদ্বোধনের বিপক্ষে যে মামলা দায়ের হয়েছে তার আইনজীবীদের নাম দেখলেই বিরোধী দলগুলির মদত পরিষ্কার হয়ে যায়। এই ষড়যন্ত্রের জন্যই জলপাইগুড়িতে বেঞ্চ উদ্বোধন অনিশ্চিত হয়ে গেল। একে ধিক্কার জানাচ্ছি।”

সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটির সম্পাদক তথা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরো বিষয়টি না শুনে বিস্তারিত কিছু বলতে চাইছি না। তবে হাইকোর্টের কোনও স্থগিতাদেশ নেই।’’ জলপাইগুড়ির বাসিন্দারাও হতাশ। অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী শ্যামল তলাপাত্রের কথায়, “রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি করেছে। আমরা হতাশ।’’

Circuit Bench Siliguri Jalpaiguri Judicial Matter
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy