Advertisement
E-Paper

বিশেষ ভাবে সক্ষমেরা পাবেন পছন্দের পরীক্ষাকেন্দ্র, বড় ঘোষণা ইউপিএসসি-র

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ নিয়ম চালু করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৬:৫১

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) শুক্রবার এই বিষয়ে বিশেষ ঘোষণা করেছে। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীরা নাম নথিভুক্তিকরণের সময় যে কেন্দ্র বেছে নেবেন, তাঁরা সেখানেই পরীক্ষা দিতে পারবেন।

এর আগে পরীক্ষার্থীদের পছন্দের তিনটি কেন্দ্র বেছে নিতে হত এবং আসন বিন্যাসের ভিত্তিতে তাঁদের যে কোনও একটিতে পরীক্ষা দিতে যেতে হত। কখনও বাড়ি থেকে অনেক দূরের কেন্দ্রে যাওয়ার জন্য যাতায়াত করতে হয়েছে, আবার কখনও পরীক্ষা কেন্দ্রে বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবের অভিযোগও মিলেছে।

সমস্যা সমাধানের জন্য গত পাঁচ বছরে কতজন পরীক্ষার্থী কোনও কেন্দ্র বেছে নিয়েছেন, সেই তথ্য সংগ্রহ করেছে কমিশন। এরপরই শুক্রবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়, সমস্ত সেন্টারেই যাতে বিশেষ ভাবে সক্ষমেরা পরীক্ষা দিতে পারেন, তার জন্য অতিরিক্ত ব্যবস্থা রাখা হবে। বিশেষ ভাবে সক্ষম প্রার্থীরা নাম নথিভুক্তিকরণের সময়ই নিজের পছন্দের কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন।

কমিশন সূত্রে খবর, দিল্লি, কটক, পটনা, লখনউ-এর মতো শহরে সব থেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। তাই ওই সমস্ত শহরের কেন্দ্রগুলিতে যাতে আসন বিন্যাসে কোনও ত্রুটি না থাকে, তা সুনিশ্চিত করা হবে।

Specially Abled Person UPSC Exams new rules and regulations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy