Advertisement
E-Paper

কাউন্সিল দ্রুত গড়ার দাবি প্যারা মেডিক্যালে

প্যারা মেডিক্যাল পাঠ্যক্রম নিয়ন্ত্রণ করতে আলাদা কাউন্সিল দ্রুত কার্যকর করার দাবি জোরদার করছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল টেকনোলজিস্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০১:৪৯

প্যারা মেডিক্যাল পাঠ্যক্রম নিয়ন্ত্রণ করতে আলাদা কাউন্সিল দ্রুত কার্যকর করার দাবি জোরদার করছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল টেকনোলজিস্ট। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু সংগঠনের দুই দিনব্যাপী ২৪তম সম্মেলন হচ্ছে ওই দাবিকে সামনে রেখেই। তাদের দাবি, এক বছর আগেই রাজ্য সরকারের তরফে ওই কাউন্সিল গঠনের বিষয়টি নিয়ে মন্ত্রী সভায় বিল পাশ হয়েছে। অথচ তার পর থেকে নোটিস বা বিজ্ঞপ্তি কিছুই জারি হয়নি। রাজ্য সরকারের তরফে দ্রুত কাউন্সিল কার্যকর করার দাবি এ দিন সম্মেলনে ওঠে। সেই বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে চান।

এ দিন সম্মেলনের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ‘‘ওই সরকারের আমলেই কাউন্সিল গঠনের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিল পাশ হয়েছে। বাকি কাজ পদ্ধতি মেনে করতে যেটুকু সময় লাগে তা তো দিতেই হবে। তার আগে এ ব্যাপারে কিছু করার নেই।’’

সংগঠনের কর্মকর্তাদের দাবি, সরকারি, বেসরকারি মিলিয়ে বিভিন্ন বিভাগে মেডিক্যাল টেকনোলজিস্টের প্রশিক্ষণের জন্য রাজ্যে ২৫টির মতো প্রতিষ্ঠান রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে চালু পাঠ্যক্রম পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি। তাদের তরফেই শংসাপত্র মেলে। বাকিগুলিতে কোনও নিয়ন্ত্রণ নেই। এমনকী সরকারি ক্ষেত্রেও ট্রপিক্যাল মেডিসিনে যে কোর্স করানো হতো তার শংসাপত্র এক সময় দিত ওই প্রতিষ্ঠান, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকালটি নয়। সমস্যা মিটিয়ে মেডিক্যাল টেকনলজিস্টদের পড়াশোনার বিষয়টি এক ছাতার তলায় আনতে তাই কাউন্সিল গঠন জরুরি বলে দাবি ওঠে। সংগঠনের সম্পাদক শিবেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘দ্রুত কাউন্সিল কার্যকর করার বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই। কাউন্সিলের অধীনে একই পাঠ্যক্রম চালু হলে সমস্ত প্রতিষ্ঠান থেকেই প্রশিক্ষিতদের সরকারি ক্ষেত্রে সুযোগের সম্ভাবনা থাকবে।’’ প্যাথোলজি ল্যাবরেটরির কাজ, এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফির মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ মেলে প্যারামেডিক্যাল কোর্সে।

Para medical council
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy