Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মশারি নেই, অভিযোগ সাফাই নিয়ে

রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগের বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে রয়েছে। ছুটির দিনে হাসপাতালে সঠিকভাবে সাফাই হয়নি বলে অভিযোগ।

ভিড়: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি বাসিন্দারা।  শিলিগুড়ি জেলা হাসপাতালে। নিজস্ব চিত্র

ভিড়: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি বাসিন্দারা। শিলিগুড়ি জেলা হাসপাতালে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০২:৫১
Share: Save:

শহর ও লাগোয়া এলাকায় দিনদিন বাড়ছে জ্বর। একাধিক বাসিন্দা জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। কিন্তু চিকিৎসার জন্য যেখানে রোগীরা যাচ্ছেন, সেখানকার পরিচ্ছন্নতা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়ে দেখা গেল পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগের বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে রয়েছে। ছুটির দিনে হাসপাতালে সঠিকভাবে সাফাই হয়নি বলে অভিযোগ। মেডিক্যাল কলেজের কিছু অংশে জল জমে থাকতে দেখা গিয়েছে বলেও দাবি করেছেন রোগীর পরিজনেরা। তাঁরা জানান, এ দিন শিলিগুড়ি জেলা হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগের সামনে ডাস্টবিন উপচে সিড়িতে জল গড়িয়ে পড়েছে। হাসপাতালের অন্য ডাস্টবিনগুলিও উপচে পড়েছে আবর্জনায়। দোতলার করিডরে নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করতে হয়েছে বলে অভিযোগ। একই অবস্থা মহিলা সার্জিক্যাল ওয়ার্ড এবং প্রসূতি বিভাগের সামনেও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অবস্থাও একইরকম বলে রোগীর আত্মীয়দের অভিযোগ। তাঁরা জানান, হাসপাতালে বিভিন্ন জায়গায় জল জমে থাকতে দেখা গিয়েছে।

সম্প্রতি মেডিক্যাল কলেজের পড়ুয়া এক ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এ দিন অন্য পড়ুয়ারা অভিযোগ করেন, কলেজ ও হাসপাতালের চত্বরে নীচু জায়গাগুলিতে জল জমে থাকলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘‘হাসপাতাল পরিচ্ছন্ন থাকা উচিত। কেন এমনটা হয়েছে তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’’ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, ‘‘নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত কেউ ভর্তি নেই। আর পরিস্কারের দিকটি দেখা হচ্ছে।’’

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শিলিগুড়ি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে মোট ২৫ জন রোগী ভর্তি রয়েছেন। শিলিগুড়ি জেলা হাসপাতালে পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগে ৪০টি করে মোট ৮০টি বেড রয়েছে। ওই দু’টি ওয়ার্ড মিলিয়ে ৯ জন জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। রোগীদের অভিযোগ, কোনও ওয়ার্ডেই মশারি দেওয়া হচ্ছে না। তাঁদের আত্মীয়দের অভিযোগ, ‘‘এমনিতেই চারদিকে এত জ্বর হচ্ছে। ডেঙ্গিও হয়েছে। অথচ হাসপাতালেই পরিচ্ছন্নতার কোনও বালাই নেই।’’ পুরুষ বিভাগে ভর্তি এক রোগীর আত্মীয় বলেন, ‘‘ভালই মশা রয়েছে। কিন্তু মশারির জন্য নার্সকে বলেও পাইনি। ভিতরে তো মশা মারার ধূপও ব্যবহার করা যাচ্ছে না।’’ যদিও মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, ‘‘রোগীরা অনেকে মশারি ব্যবহার করতে চান না। কেউ চাইলে সেই ব্যবস্থা করা হবে।’’

এদিকে, ডেঙ্গিতে আক্রান্ত মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র সায়ন সরকারের অবস্থা বর্তমানে অনেকটাই স্বাভাবিক। তিনি এখনও মেডিক্যাল কলেজের সিসিইউতেই চিকিৎসাধীন। সায়নের মা সোনালীদেবী বলেন, ‘‘বর্তমানে ও অনেকটাই সুস্থ। চিকিৎসকেরা সোমবার ওঁকে জেনারেল ওয়ার্ডে দেবেন বলে জানিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital Doctor sanity Cleaning
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE