Advertisement
১৯ মে ২০২৪
৫০ দিন পার

ব্যাঙ্কের লাইনে মৃত্যুর নালিশ

ফের ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর অভিযোগ। এ বার ডুয়ার্সের মালবাজারে।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটোগাঁও গ্রামের সীতারাম শর্মা (৬২) বুধবার টাকা তুলতে লাইন দিয়েছিলেন বাগরাকোট বাজারের একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। ঘণ্টাতিনেক দাঁড়িয়ে কাউন্টারের কাছাকাছি পৌঁছে অসুস্থ হয়ে পড়েন তিনি।

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০২:০৫
Share: Save:

ফের ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত্যুর অভিযোগ। এ বার ডুয়ার্সের মালবাজারে।

বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটোগাঁও গ্রামের সীতারাম শর্মা (৬২) বুধবার টাকা তুলতে লাইন দিয়েছিলেন বাগরাকোট বাজারের একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। ঘণ্টাতিনেক দাঁড়িয়ে কাউন্টারের কাছাকাছি পৌঁছে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতে মৃত্যু হয় তাঁর। টাকা পাবেন কি না সেই চিন্তা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরিশ্রম, সব মিলিয়েই সীতারামবাবু অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি।

বোরো চাষের সার কিনতে টাকার দরকার ছিল পেশায় কৃষিজীবী সীতারামবাবুর। তাই টাকা তুলতে ব্যাঙ্কে লাইন দিয়েছিলেন বলে জানান তাঁর বড় ছেলে বাসুদেব শর্মা। এ দিন কাউন্টারের কাছাকাছি পৌঁছে অসুস্থ হয়ে পড়তেই তাঁকে পাঁচশো টাকা দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এরপর তাঁর মেয়ে মীনা শর্মা তাঁকে বাড়ি নিয়ে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাতে তাঁকে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্যকর্মীরা।

নোটের আকালের জেরে প্রতিদিনই বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ভিড় উপচে পড়ে বলে দাবি বাসিন্দাদের। মৃতের প্রতিবেশী ধনবাহাদুর ছেত্রী বলেন, ‘‘টাকা তুলতে হলে ব্যাঙ্কে কম করে তিন ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। একজন বাসিন্দা ধাক্কায় পড়ে গিয়ে পায়ে চোটও পান।’’

এর আগে কোচবিহারের দিনহাটায় দীর্ঘক্ষণ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে দু’জনের মৃত্যুর অভিযোগ ওঠে। ১৬ নভেম্বর মৃত্যু হয়েছিল স্কুলের প্রধান শিক্ষক ধরণীকান্ত ভৌমিকের। ১৯ ডিসেম্বর মারা যান ছোট ব্যবসায়ী ধনেশ্বর বর্মন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

demonetisation bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE