ফের করোনা আক্রান্তের হদিশ মিলল মালদহে। সোমবার রাত পর্যন্ত জেলায় নতুন করে আরও ছ’জনের লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ মিলেছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার সকালে ছ’জনকেই ভর্তি করা হয়েছে পুরাতন মালদহের নারায়ণপুরের কোভিড হাসপাতালে। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯। হরিশ্চন্দ্রপুর, মানিকচক, রতুয়ার পরে জেলার করোনা মানচিত্রে নাম জুড়ল কালিয়াচক, পুরাতন মালদহ ও হবিবপুরের।
মালদহে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই তৎপর জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদহের নারায়ণপুরের কোভিড হাসপাতালে ৬০টি শয্যা রয়েছে। এখন ১৭ জন সেই হাসপাতালে ভর্তি রয়েছেন। এক জন ভর্তি রয়েছেন শিলিগুড়িতে। আর রতুয়ার আক্রান্ত মহিলা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোভিড হাসপাতাল থেকে চাপ কমাতে জেলার ব্লকগুলিতে আইসোলেশন ওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দফতর। কোভিড হাসপাতাল থেকে ‘সারি’ বিভাগ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশ্যালিটি ব্লকে। এখন থেকে ‘সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস’-এ (সারি) আক্রান্ত রোগীদের সেখানেই চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী। তিনি জানান, করোনায় আক্রান্ত যে সমস্ত রোগীর শরীরে উপসর্গ থাকবে না এবং শারীরিক পরিস্থিতি অপেক্ষাকৃত স্থিতিশীল বলে চিকিৎসকেরা মনে করবেন, এমন রোগীদের ব্লকের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা করা হবে। সে জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভিন্ রাজ্য বা জেলা থেকে দিনে সড়কপথে শয়ে শয়ে শ্রমিক জেলায় ফিরছেন। মালদহের গৌড়কন্যা বাস ট্রার্মিনাসে প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করা হচ্ছে। সোমবার রাত ১০টা পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মোট ৫১২ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ছ’জনের রিপোর্ট পজ়িটিভ মিলেছে। ওড়িশা থেকে বাসে জেলায় ফেরেন তাঁরা। তাঁদের সঙ্গে বাসে আরও ৪৬ জন যাত্রী ছিলেন। হবিবপুরের আক্রান্ত ব্যক্তি মধ্যপ্রদেশ, কালিয়াচকের আক্রান্ত ব্যক্তি ঝাড়খণ্ড, মানিকচকের আক্রান্ত ব্যক্তি উত্তরপ্রদেশ এবং হরিশ্চন্দ্রপুরের আক্রান্ত যুবক দিল্লি থেকে ফিরেছেন। আক্রান্তদের সহযাত্রীদের খোঁজ শুরু করেছে প্রশাসন। আক্রান্তদের পরিবারের লোকেদেরও হোম কোয়রান্টিনে রাখা হয়েছে।
প্রশাসনের কর্তাদের দাবি, পরিবারের লোকেদের কিছুদিন পর্যবেক্ষণে রাখার পর লালারসের নমুনা সংগ্রহ করা হবে। মালদহের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অশোককুমার মোদক বলেন, ‘‘বাসের সহযাত্রী থেকে শুরু করে আক্রান্তদের সংস্পর্শে কারা কারা এসেছেন, তাঁদের নামের তালিকা তৈরি করা হচ্ছে।”