Advertisement
E-Paper

উত্তরবঙ্গ সফরে মমতা, অনুমতি নেই বিক্ষোভে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকছেন। তাই মঙ্গলবার শিলিগুড়িতে বামেদের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল না পুলিশ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বামেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ০২:২৯
পাশাপাশি: কোচবিহারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: হিমাংশুরঞ্জন দেব

পাশাপাশি: কোচবিহারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: হিমাংশুরঞ্জন দেব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকছেন। তাই মঙ্গলবার শিলিগুড়িতে বামেদের অবস্থান বিক্ষোভের অনুমতি দিল না পুলিশ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বামেরা।

সোমবার জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী কলকাতায় থাকেন, তাহলে কী সেখানে সারা বছরই অন্য কোনও রাজনৈতিক দলের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না?’’ যদিও শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন, ‘‘কার কাছে তারা অনুমতি চেয়েছিলেন, আমার জানা নেই।’’ পুলিশের দাবি, অনুমতি চাইলেও মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন ধর্না বিক্ষোভের অনুমতি দিলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে।

বামেদের দাবি, শিলিগুড়ি থানায় ২৬ অক্টোবর অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরে থানা থেকে জানিয়ে দেওয়া হয় অনুমতি মিলবে না। পেট্রোপণ্য, জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি সহ জনবিরোধী নীতির বিরোধিতায় পেট্রল পাম্পে অবস্থানের কর্মূসূচি নিয়েছিল বামেরা। পুলিশের সিদ্ধান্তের বিরোধিতা করলেও জোর করে কর্মসূচি পালনের রাস্তায় তারা হাঁটবেন না বলে স্পষ্ট করেছেন জীবেশবাবুরা।

তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শেষ হলে আগামী ২ নভেম্বর শিলিগুড়ি শহর ও শহর লাগোয়া পেট্রোল পাম্পগুলোয় প্রতীকী অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে বামেরা। তাতে গ্রাহকদের কোনও অসুবিধা হবে না বলেই দাবি করেছেন তাঁরা।

সোমবার সিপিএমের জেলা সদর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন জীবেশ সরকার, অশোক ভট্টাচার্যরা। অশোকবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এলে আমি মেয়র হিসেবে তাঁর সঙ্গে বারবার দেখা করতে চেয়েছি। কিন্তু দেখা করেননি তিনি।’’ এ বারও অশোকবাবু দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানান। মেয়রের অভিযোগ, মুখ্যমন্ত্রী শহরে এলে যানজট বেড়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশ অতি আনুগত্য দেখাতে বিভিন্ন জায়গায় তাঁর ছবি লাগিয়েছে।

এই অভিযোগ সম্পর্কে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘আমি উত্তরের বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছি। বামদের এ সব খামখেয়ালিপনার জবাব দিতে পারছি না।’’

যদিও বামেদের এই অভিযোগে, পাল্টা আক্রমণ করেছেন পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এলে ওরা আবোল-তাবোল বলে প্রচারে থাকা চেষ্টা করেন। তাঁদের সময় গণতন্ত্র ছিল না। এখন তো তাঁরা অন্তত কথা বলতে পারেন।’’

Mamata Banerjee Administrative Meeting CPM Agitation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy