Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ক্যানসার প্রতিরোধে প্রস্তাবনা

বীরেন্দ্রনাথ বলেন, ‘‘শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এই অ্যান্টিবডি প্রয়োজন। কোন রোগের কী অ্যান্টিবডি দিতে হবে সেটা আগে খুঁজে বার করতে হবে। তা তৈরি করতে পারলেই ক্যানসার নির্মূল করা সম্ভব। তার খোঁজেই গবেষণা চলছে।’’

বুধবার বালুরঘাট মহাবিদ্যালয়ে গবেষক বীরেন্দ্র প্রামাণিক। —নিজস্ব চিত্র

বুধবার বালুরঘাট মহাবিদ্যালয়ে গবেষক বীরেন্দ্র প্রামাণিক। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:১৬
Share: Save:

ক্যানসার নির্মূল করতে হলে ‘সেল ডেথ এনজাইম’ ধ্বংস করতে হবে। এ জন্য শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তা সম্ভব অ্যান্টিবডি প্রয়োগের মাধ্যমেই। বুধবার বালুরঘাট মহাবিদ্যালয়ে একটি আলোচনায় এসে এমন কথাই শোনালেন গবেষক বীরেন্দ্রনাথ প্রামাণিক। আমেরিকা প্রবাসী এই বাঙালি গবেষক দীর্ঘ কয়েক দশক ধরে নিউজার্সিতে এই অ্যান্টিবডি তৈরি নিয়েই গবেষণা চালিয়ে যাচ্ছেন।

বীরেন্দ্রনাথ বলেন, ‘‘শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এই অ্যান্টিবডি প্রয়োজন। কোন রোগের কী অ্যান্টিবডি দিতে হবে সেটা আগে খুঁজে বার করতে হবে। তা তৈরি করতে পারলেই ক্যানসার নির্মূল করা সম্ভব। তার খোঁজেই গবেষণা চলছে।’’

ভারতের গবেষকেরাও বিভিন্ন রোগের জন্য ভাল ওষুধ তৈরি করছেন, সে কথাও তিনি স্বীকার করেছেন। এ নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ভারতে মূলত জেনেরিক ওষুধ তৈরি হয়। মূল পেটেন্টের আরও পরীক্ষার মাধ্যমে তৈরি নতুন উপযোগী ওষুধই হচ্ছে জেনেরিক ড্রাগ। তা নিয়ে ভারত বর্তমানে খুব ভাল কাজ করছে।’’

বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা বীরেন্দ্রনাথ ৭১-এর যুদ্ধের সময় কিছু দিন বালুরঘাট শহরে সপরিবার বাস করেছিলেন। সেই সুবাদেই এই শহরে বেড়াতে এসে এ দিন বালুরঘাট মহাবিদ্যালয়ের এই আলোচনা সভায় যোগ দেন। আলোচনা শেষে তিনি কলেজের রসায়ন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপ চালু করার প্রস্তাবও দিয়েছেন। ছাত্রছাত্রীরা যাতে আরও ভাল ভাবে পড়াশোনা করতে পারেন, সে জন্য তিনি তাঁর বাবা ও মায়ের নামে ‘কানাইলাল ও চারুবালা’ স্কলারশিপ চালু করতে এককালীন আর্থিক সাহায্য করবেন বলে জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer Antibody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE