জঙ্গলের রাজত্ব গিয়েছে! তাতেও রাজকীয় মেজাজ এতটুকু কমেনি। সুন্দরবন থেকে দক্ষিণ খয়েরবাড়ির পুনর্বাসন কেন্দ্রের ডেরা মিলিয়ে জীবনের দু’দশক পেরিয়েছে। সেই ‘রাজা’র রজত জয়ন্তীরই দিন গুনছে খয়েরবাড়ির পুনর্বাসন কেন্দ্র।
বন প্রশাসনের অন্দরের খবর, দফতরের কর্তারাও নিয়ম করে রাজার খোঁজ নেন নিয়মিত। রাজার ২৫ বছর পূর্তি হলে সেটা ধুমধাম করে পালন করার আলোচনাও চলছে বলে দফতর সূত্রে খবর।
‘রাজা’ ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্রের পুরুষ বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার রাজাকে ২০০৮ সালে সুন্দরবনের ঝড়খালি থেকে ওই কেন্দ্রে আনা হয়। তারপর থেকে সেটি সেখানেই রয়েছে। প্রায় সমসাময়িক সময়ে সার্কাস থেকে উদ্ধার করা আরও বেশ কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগারকেও সেখানে আনা হয়েছিল। ওই বাঘেদের মৃত্যু হয়েছে। দক্ষিণ খয়েরবাড়িতে রয়্যাল বেঙ্গল টাইগারের ‘শিবরাত্রির সলতে’ হয়ে আছে শুধু রাজা। তাই রাজার রজত জয়ন্তী ঘিরে প্রত্যাশা, স্বপ্ন দেখার পারদও চড়ছে। বন দফতরের তরফেও সেবাযত্নে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কোচবিহার বন্যপ্রাণ বিভাগের ডিএফও কুমার বিমল বলেন, “সেন্ট্রাল জু অথরিটির নির্দেশিকা মেনেই রাজার রক্ষণাবেক্ষন করা হচ্ছে।”