বয়স্ক কাউকে দেখে সটান পা ছুঁয়ে প্রণাম করলেন। জোড় হাত এবং হাসিমুখতো ছিলই। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত রায়গঞ্জের পালপাড়া, অশোকপল্লি এলাকার বাড়ি বাড়ি ঘুরে দলের প্রার্থীদের সমর্থনে এ ভাবেই প্রচার চালালেন প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি।
শহরের ৩ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী আল্পনা পাল। আল্পনাদেবীর প্রতিদ্বন্দ্বী পুরসভায় তৃণমূলের বিদায়ী বিরোধী দলনেতা প্রিয়তোষ মুখোপাধ্যায়ের স্ত্রী স্বাতীদেবী। কংগ্রেস সূত্রের খবর, এ বারের ভোটে প্রার্থীদের কয়েকজন দল ছেড়ে গেলেও তৃণমূলকে লড়াইয়ে এক ইঞ্চিও ছেড়ে দেওয়া হবে না, এই বার্তা দিতেই দীপাদেবী এই ওয়ার্ডকে বেছে নেন।
আজ বুধবার রায়গঞ্জে এসে বাড়ি-বাড়ি প্রচার চালানোর কথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর। কংগ্রেসের বিদায়ী চেয়ারম্যান মোহিত সেনগুপ্তের ওয়ার্ডে প্রচার চালাবেন শুভেন্দু। তার আগের দিন পুরভোটে তৃণমূলের ‘সেনাপতি’র খাস তালুকে প্রচার চালালেন দীপাদেবী।