Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Dhupguri

বাড়ির জিনিসপত্র দিয়েই আস্ত প্লেন তৈরি করলেন ধূপগুড়ির যুবক

—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ২৩:১১
Share: Save:

বিমানচালনা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল। কিন্তু নানা প্রতিকূলতার কারণে তাঁর সে ইচ্ছেপূরণ হয়নি। তবে সেই ক্ষেত্রেই কিছু একটা করে দেখানোর জেদ চেপে গিয়েছিল। সেই জেদের বশবর্তী হয়েই নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আস্ত একটা প্লেন তৈরি করে ফেললেন জলপাইগুড়ির এক যুবক।

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা ওই যুবক প্রতীক দে জানিয়েছেন, তাঁর তৈরি ছোট প্লেনটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। বাড়ির কিছু জিনিসপত্র দিয়েই রিমোটচালিত প্লেনটি তৈরি করেছেন প্রতীক। এ কাজে সোশ্যাল মিডিয়ার সাহায্যে নিয়েছেন। ছ’মাস ধরে এই প্লেনটি তৈরি করতে তাঁর প্রায় ৮ হাজার টাকাও খরচ হয়েছে বলে জানিয়েছেন ২৬ বছরের প্রতীক।

প্রতীক আরও জানিয়েছেন, থার্মোকল ও কার্ডবোর্ড দিয়ে প্লেনের বডি তৈরি করা হয়েছে। এ ছাড়া লেগেছে মোটর, ব্যাটারি এবং রিমোট। প্রায় ২০০ ফিট অবধি উপরে উড়তে পারে প্লেনটি। এবং নাগাড়ে ১৫ থেকে ২০ মিনিট তা উড়তে পারে বলেও দাবি প্রতীকের। তাঁর কথায়, “ছোটবেলায় ইচ্ছা থাকলেও প্লেন তৈরি করতে পারিনি। এভিয়েশন নিয়ে পড়ারও ইচ্ছে ছিল। কিন্তু সে ইচ্ছেও মেটানো হয়নি।”

বিন্নাগুড়ি আর্মি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন প্রতীক। তবে প্লেন তৈরির করার পর তিনি আত্মবিশ্বাসী মন্তব্য, “ভবিষ্যতে এ নিয়ে আরও কিছু করার ইচ্ছে রয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhupguri Plane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE