জেলার প্রশাসনিক কর্তা জেলাশাসক রাজর্ষি মিত্র, দু’জন অতিরিক্ত জেলাশাসক সহ-১১ জন আধিকারিকের করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মালদহ রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়াও আক্রান্ত হলেন। শুধু তাই নয়, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু , জয়েন্ট বিডিও-সহ অফিসের ১৫ জন কর্মী সংক্রমিত হয়েছেন। প্রত্যেককে বাড়িতেই নিভৃতবাসে রাখা হয়েছে।