Advertisement
১৯ মে ২০২৪
Duars Forest

Forest: বুধ থেকেই ডুয়ার্সে খুলে গেল জঙ্গল, আনন্দে পর্যটকদের খাওয়ানো হল মিষ্টি

প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলে গেল জঙ্গল। জঙ্গলের বাংলোতে পর্যটকদের থাকার অনুমতি দেওয়া হল।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৬
Share: Save:

করোনার সাম্প্রতিক স্ফীতির কারণে সমস্ত পর্যটন কেন্দ্রের পাশাপাশি জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বন দফতর। প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে খুলে গেল জঙ্গল। জঙ্গলের বাংলোতে পর্যটকদের থাকার অনুমতি দেওয়া হল।

বন দফতর এই সিদ্ধান্ত নেওয়ার পরই মূর্তি টিকিট কাউন্টার থেকে চাপরামারী নজর মিনার যাওয়া পর্যটকদের মিষ্টিমুখ করানো হয়।

রিসোর্ট মালিক শেখ জিয়াউর রহমান বলেন, ‘‘প্রায় এক মাস জঙ্গল বন্ধ থাকার কারণে পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। ডুয়ার্সের পর্যটন ব্যবসা মূলত জঙ্গলকেন্দ্রিক। আবার জঙ্গল খুলে যাওয়ার আনন্দে আমরা মূর্তিতে পর্যটকদের মিষ্টিমুখ করাই। চলতি মাসেই মূর্তিতে আমরা পর্যটকদের সুবিধার জন্য পর্যটক সহায়তা কেন্দ্র খুলব।’’

জিপসি অ্যাসোসিয়েশনের পরিচালক মজিদুল আলম বলেন, ‘‘জঙ্গল বন্ধের জন্য আমরাও কর্মহীন হয়ে পড়েছিলাম। আজ থেকে ফের জঙ্গল খুলে যাওয়ায় খুশি আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Duars Forest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE