মাতাল গাড়ি চালক, বাইক আরোহীরা যেন রাতভর লুকোচুরি খেলল শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুই শহরের পুলিশের সঙ্গে। বর্ষবরণের উৎসবের দিন, রবিবার ভোর পর্যন্ত তাই পুলিশের ছোটাছুটির অন্ত ছিল না। রাত ১২টার পর শুরু হওয়া অভিযান ৫টা নাগাদ শেষ করেছে পুলিশ। জাতীয় সড়ক থেকে শহরের ব্যস্ত রাস্তা, নদীর পার, উপনগরী থেকে হোটলে, শপিংমল বা বিনোদন পার্ক, সর্বত্রই ছিল বিধি ভাঙার প্রবণতা। পুলিশ সূত্রের খবর, প্রতি বছরের উৎসবের দিনগুলির পর নির্দিষ্ট রাস্তা, এলাকায় নাকা তল্লাশি না করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চলছে অভিযান।
শিলিগুড়িতে গ্রেফতার হয়েছে ৩৭ জন। জলপাইগুড়িতে ৩ মহিলা সহ ৩৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। দুই জেলা সদরে ২৫০টি বাইক, ৭৫ জন গাড়ি চালককে জরিমানা করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে শতাধিক গাডি, বাইক।
রাতে রাস্তায় নেমে গোটা অভিযানের তদারকি করেন খোদ পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা, ডিসি (সদর) ইন্দ্র চক্রবর্তী-সহ কমিশনারেকেট ডিসি, এসিপি ও অফিসারেরা। পুলিশ কমিশনার বলেন, ‘‘কোথাও কোনও বড় গোলমাল, দুর্ঘটনা হয়নি। আমরা সন্ধ্যার পর থেকেই সতর্ক ছিল। দলে দলে বিভিন্ন এলাকায় নজরদারি করা হয়েছে।’’