Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Durga Puja 2020

দায়বদ্ধতা কী, দেখল বাগান

সিটুর শিবনারায়ণ ঝা,বিজেপির জগন্নাথ চিকবরাইক জানান,বোনাস দেওয়ার পর মালিক পক্ষ শ্রমিকদের মালিক পক্ষের পাশে থাকার বার্তা দেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজু সাহা
শামুকতলা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৪:৪৯
Share: Save:

বোনাস হাতে পাওয়ার পর দু’তিনদিন ঠিক মতো কাজেই যান না অধিকাংশ চা শ্রমিক। পুজোর কেনাকাটা, খানাপিনায় ব্যস্ত হয়ে পড়েন ওঁরা। তরাই ডুয়ার্সের সব চা বাগানের পুজোর আগের এটাই স্বাভাবিক ছবি।

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কোহিনূর চা বাগানে শ্রমিকরা বুধবার বোনাস পেয়েছেন।দীর্ঘ দিনের সে অভ্যাস ভেঙ্গে বৃহস্পতিবার একশো শতাংশ শ্রমিক কাজে যোগ দিলেন।খুশি মালিক পক্ষ।শ্রমিকদের কথায় ২০০২ সালের পর এবার আবার পুরো বোনাস দিল মালিক।খুশি তাঁরা।শ্রমিকরা জানান,বাগান কে এগিয়ে নিতে আমরা মালিকের পাশে আছি।সে বার্তা দিতেইবাগানের ১২০০ শ্রমিক বৃহস্পতিবার কাজে শামিল হন।

পুজোর আগে দায়িত্ব প্রাপ্ত এজেন্সি কে সরিয়ে দিয়ে কোহিনূর চা বাগানের দায়িত্ব নেয় কোহিনূর টি কোম্পানি।দায়িত্ব নিয়েই শ্রমিকদের হাতে বোনাস তুলে দেওয়ায় শ্রমিক মহল্লায় বুধবার রীতিমত উৎসবের মেজাজ দেখা যায়।

শ্রমিকদের অভিযোগ আগের এজেন্সি বোনাস এবং পিএফের টাকা দেওয়া নিয়ে গড়িমসি চালাচ্ছিল।প্রায় সাড়ে তিন কোটি টাকা বকেয়া রেখে শ্রমিকদের প্রতারণা করেছে ওই এজেন্সি।

মালিক পক্ষের অন্যতম কর্তা ওম প্রকাশ উপাধ্যায় জানান,শ্রমিকদের প্রাপ্য মেটানোর দায়বদ্ধতা থেকে পুরো বোনাস দেওয়া ছাড়াও সমস্ত বকেয়া দ্রুত মেটাব।

চা শ্রমিক কৃষ্ণা মাহালি, জানকি কর্মকার, সুস্মিনা টিজ্ঞারা জানান,আগের এজেন্সি আমাদের প্রাপ্য দেওয়া নিয়ে গড়িমসি চালাচ্ছিল।আমাদের দাবি মেনে মালিক পক্ষ আগের এজেন্সি কে সরিয়ে দেওয়ায় আমরা খুশি।মালিক পক্ষ আমাদের দাবি মেনে পুরো বোনাসও দিয়েছি।আমরা বাগানের উৎপাদন বাড়িয়ে কোহিনূর কে সেরা বাগানে পরিনত করব।

সিটুর শিবনারায়ণ ঝা,বিজেপির জগন্নাথ চিকবরাইক জানান,বোনাস দেওয়ার পর মালিক পক্ষ শ্রমিকদের মালিক পক্ষের পাশে থাকার বার্তা দেন।একশো শতাংশ শ্রমিক কাজে শামিল হয়ে এদিন শ্রমিকরা পাশে থাকার বার্তা দিলেন।

তৃণমূলের শঙ্কর মাহালি, মধুসূদন দাসরা জানান,মালিক পক্ষ পুজোর আগে বোনাসের দাবি পূরণ করে দেওয়ায় শ্রমিকরা খুব খুশি।তাই সবাই কাজে ঝাপিয়ে পড়েছেন।আমরা চাই শ্রমিক স্বার্থ যাতে বিঘ্নিত না হয় সেটা দেখুক মালিক পক্ষ।তবেই আমরা মালিকের পাশে আছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tea workers Durga Puja 2020 Full Bonus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE