Advertisement
০২ মে ২০২৪
elephant

Elephant: চার দিন শুঁড় গলিয়ে খাবার নিয়েছে, শেষে রেশন দোকানের দরজাই ভেঙে ফেলল হাতি!

পর পর পাঁচ দিন এসেছে রেশন দোকানে। জানলা দিয়ে শুঁড় গলিয়ে খেয়েছে। এ বার দোকানের দরজাই ভেঙে ফেলল দলছুট হাতিটি। আতঙ্কে সিঁটিয়ে মানুষজন।

বার বার একই দোকানে হানা হাতির।

বার বার একই দোকানে হানা হাতির। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বানারহাট শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৪:৩৭
Share: Save:

গত এক সপ্তাহে পাঁচ বার রেশন দোকানে হামলা চালাল দলছুট হাতি। গুঁড়িয়ে দিল রেশন গোডাউনের লোহার দরজা। দোকানে মজুদ রাখা চাল, আটা, গম— সব শুঁড় দিয়ে টেনে বাইরে বের করে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেয়ে ফেলল সে। একের পর এক! নিরুপায় হয়ে সেই দৃশ্য দাঁড়িয়ে দেখলেন দোকানদার এবং চা-বাগানের শ্রমিকরা। কেউ কেউ মোবাইলের ক্যামেরাবন্দি করলেন সেই দৃশ্য। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মোগলকাটা চা-বাগান এলাকায়।

এ ভাবে লাগাতার লোকালয়ে হাতির হানায় ত্রস্ত এলাকাবাসী। রোজ সন্ধ্যা নামলেই চা-শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে হাতি। গত এক সপ্তাহে পাঁচ দিন খাবারের খোঁজে রেশনের গোডাউনে হামলা চালিয়েছে সে। এ বার লোহার দরজা ভেঙে ভেতরে মজুদ থাকা চাল, আটা, গম ইত্যাদি খেয়ে নেয়। মঙ্গলবার ভোরেও আবার সেই দলছুট হাতি চা-শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে গোডাউনের দরজা ভেঙে পড়ে থাকা চাল, ডাল, আটা, গমের শেষ অংশটুকুও নিঃশেষ করে যায়।প্রায় দিন তোতাপাড়া জঙ্গল থেকে কখনও একা, কখনও আবার দল বেঁধে খাবারের খোঁজে হাতির দল চলে আসে লোকালয়ে।

স্থানীয়দের অভিযোগ, বন দফতরকে বিষয়টি বার বার জানানো হলেও তারা হাতি তাড়ানোর বিষয়ে কোনও উদ্যোগ নেননি। হাতির আতঙ্কে রাতে ঘুমোতে পারেন না। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। এখন ভয়ে ভয়ে রয়েছেন গোডাউনের পার্শ্ববর্তী মোগলকাটা পিজি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রেশনের মজুদ খাবার শেষ হলেই হাতির দল পাশের মিড-ডে মিলের গোডাউনেও হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elephant banarhat Jalpaigudi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE