এক গৃহবধূ ও তাঁর মেয়েকে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালুয়াবাথাল এলাকায়।
মহিলার বাপেরবাড়ির লোকের অভিযোগ, তাঁদের মেয়ে ও নাতনির উপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকেরা। এই ঘটনায় শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মহিলার পরিবার। পুরো বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া। যদিও কালিয়াচক থানার একাংশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই গৃহবধূর পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দশ মাস ধরে নিখোঁজ রয়েছেন গৃহবধূ তানজুরা বিবি এবং তাঁর একমাত্র কন্যা সন্তান আসিফা খাতুন। তানজুরার বাপের বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের খিরকি এলাকায়। সাত বছর আগে তানজুরার সঙ্গে বিয়ে হয় কালিয়াচক থানার জালুয়াবাথাল এলাকার বাসিন্দা আসিফ শেখের সঙ্গে। বিয়ের পর থেকেই পণের দাবিতে তানজুরার উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাচ্ছিল বলে অভিযোগ। এর পর গত ৬ মার্চ তানজুরা এবং তাঁর মেয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। এ ব্যাপারে ৮ মার্চ কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তানজুরার মা আজকেরা বিবি।