প্রাক্তন জন বার্লার বাড়িতে আগুন! ভষ্মীভূত বাড়ির একটি অংশ। আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ বার্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির বানারহাট ব্লকের রেডব্যাঙ্ক এলাকায়।
শনিবার দুপুরে ওই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। এর পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বাড়িতে। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। তবে বাড়িটি কাঠের হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাড়ির সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন দেখে স্থানীয়েরা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ওই বাড়িতেই থাকেন বার্লা এবং তাঁর ছেলে। কিছুক্ষণ আগেই বার্লা বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। প্রাক্তন সাংসদ বলেন, ‘‘আমার ঘরের সামনে যে ঘর রয়েছে, তাতে আগুন লেগেছে। সেখানে আমার সিকিউরিটি গার্ডরা থাকত। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। বাড়ির প্রচুর ক্ষতি হয়েছে। বাড়ির বাচ্চারা উঠোনে খেলছিল। আমি বাইরে থেকে বাড়িতে ঢোকা মাত্রই দেখলাম আগুন লেগেছে। এমনিতে কেউ আহত হয়নি। কিছু সময়ের মধ্যেই দমকল চলে এসেছিল। গ্রামবাসীরাও আগুন নেভাতে সহযোগিতা করেছেন।’’