Advertisement
২৭ মার্চ ২০২৩
Black Panther

Black Panther: বক্সা ব্যাঘ্রপ্রকল্পে ফের ক্যামেরাবন্দি হল ব্ল্যাক প্যান্থার, খুশি বন দফতর

গত বছরের গোড়ায় বক্সার জয়ন্তী থেকে কিছুটা দূরে মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়েছিলেন একদল পর্যটক।

ট্র্যাপ ক্য়ামেরায় বন্দি কালো চিতাবাঘ।

ট্র্যাপ ক্য়ামেরায় বন্দি কালো চিতাবাঘ। বন দফতর সূত্রে পাওয়া।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৬:৪৬
Share: Save:

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের (কালো চিতাবাঘ)। সম্প্রতি বন দফতরের বসানো বসানো ট্র্যাপ ক্যামেরায় ব্ল‍্যাক প‍্যান্থারের দু’টি ছবি ধরা পড়েছে।

Advertisement

গত বছরের গোড়ায় বক্সার জয়ন্তী থেকে কিছুটা দূরে মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়েছিলেন একদল পর্যটক। তাঁদের গাইডের দায়িত্বে থাকা এক ব্যক্তি ওই কালো চিতাবাঘ দু’টির ছবিও তুলেছিলেন। গত জানুয়ারিতেও বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় বন্দি হয়েছিল কালো চিতাবাঘ।

বক্সা ব্যাঘ্রপ্রকল্পের উপ-ক্ষেত্র অধিকর্তা খাসওয়ান বলেন, ‘‘বক্সা জঙ্গলের বন্যপ্রাণ সমীক্ষার জন্য আমরা নিয়মিত ভাবে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে থাকি। সে ভাবেই ব্ল্যাক প্যান্থারের ছবি উঠেছে। এটা আমাদের কাছে খুবই উৎসাহব্যঞ্জক খবর।’’ তিনি জানান, ব্ল্যাক প্যান্থার কোনও আলাদা প্রজাতি নয়। সাধারণ চিতাবাঘের ত্বকে রঞ্জক পদার্থ মেলানিনের আধিক্য ঘটলে এমনটা হতে পারে। তবে প্রকৃতিতে ব্ল্যাক প্যান্থার বিরল।

বন দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের একাধিক বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থারের অস্তিত্ব রয়েছে। কিন্তু খালি চোখে ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া সহজ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে তাদের ছবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.