Advertisement
১১ মে ২০২৪

বনকর্মীদের অভিযানে উদ্ধার মূল্যবান কাঠ, আটক ৮ সাইকেল

জলপাইগুড়ি জেলার মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযানে উদ্ধার হল মূল্যবান জ্বালানি কাঠ।

উদ্ধার হওয়া কাঠ। নিজস্ব চিত্র।

উদ্ধার হওয়া কাঠ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৬:১৮
Share: Save:

জলপাইগুড়ি জেলার মরাঘাট রেঞ্জের বনকর্মীদের বিশেষ অভিযানে উদ্ধার হল মূল্যবান জ্বালানি কাঠ। কোনও ব্যক্তি গ্রেফতার না হলেও ৮টি সাইকেল আটক করেছেন বনকর্মীরা।

শনিবার সকালে মরাঘাট রেঞ্জের বনকর্মীরা ধূপগুড়ি ব্লকের কালিরহাট, ডাউকিমারী এবং মাগুরমারি এলাকায় অভিযান চালান। বেশ কিছুদিন থেকেই অভিযোগ আসছিল খুট্টিমারি, গোসাইরহাট এবং নাথুয়াহাট রেঞ্জের জঙ্গল থেকে মূল্যবান শাল গাছ কেটে সে গুলোকে জ্বালানি কাঠ হিসাবে ধূপগুড়ি শহরে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই বেশ কিছুদিন ধরে বনকর্মীরা অভিযান চালাচ্ছিলেন ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। তবে পাচারকারীদের হাতে নাতে ধরতে পারছিলেন না। শনিবার ভোরবেলা থেকে ডাউকিমারী এবং নাথুয়াহাট এলাকায় ওত পেতেছিলেন বনকর্মীরা। অন্যান্য দিনের মতোই এ দিন সাইকেলে করে জ্বালানি কাঠ ধূপগুড়ি শহরে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল। তখনই আটক করা হয়েছে সেই কাঠ। যদিও পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের ধরতে সক্ষম হননি বনকর্মীরা।

এ ব্যাপারে মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বলেছেন, ‘‘আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। তবে বনদফতরের একার পক্ষে এই পাচার আটকানো সম্ভব নয়। অন্যান্য দফতর এবং পুলিশের সহযোগিতা দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forest Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE