স্পেশ্যাল হোমগার্ড হিসাবে নিয়োগের দাবিতে এ বার আন্দোলনে নামতে চলেছেন প্রাক্তন কেএলও লিঙ্কম্যানরা। মঙ্গলবার থেকে অনশনে বসবেন তাঁরা। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মূলস্রোতে ফেরানো হলেও তা দেওয়া হয়নি।
প্রাক্তন কেএলও লিঙ্কম্যান দুলাল বর্মণের অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন মূলস্রোতে ফিরলে আমাদের স্পেশ্যাল হোমগার্ড হিসাবে নিয়োগ করবেন। কিন্তু দীর্ঘ দিন কেটে গেলেও সেই দাবি পূরণ হয়নি।’’ এ বার দাবি আদায়ে অনশনের হুমকি দিয়েছেন তাঁরা। সোমবার শতাধিক প্রাক্তন কেএলও লিঙ্কম্যান জমায়েত করেন মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানেই ভবিষ্যৎ কর্মপন্থার ঘোষণা করেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, মালদহ জেলার হবিবপুর, বামনগোলা, গাজোল-সহ একাধিক ব্লক জুড়ে রয়েছেন প্রায় ১৩০ জন চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, তাঁরা বার বার জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও সদুত্তর মেলেনি। সে কারণেই এ বার তাঁরা অনশনে বসতে চলেছেন।