Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চাপ বাড়াতে বিক্ষোভে মোর্চা

মুখ্যমন্ত্রীর সফরের ৪৮ ঘণ্টা আগে দার্জিলিঙের চকবাজারে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের কুশপুতুল পুড়িয়ে মোর্চার বিক্ষোভ দেখানোর পরে পাহাড় ফের উত্তপ্ত হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

পুড়ছে কুশ পুতুল। — নিজস্ব চিত্র

পুড়ছে কুশ পুতুল। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩২
Share: Save:

মুখ্যমন্ত্রীর সফরের ৪৮ ঘণ্টা আগে দার্জিলিঙের চকবাজারে পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের কুশপুতুল পুড়িয়ে মোর্চার বিক্ষোভ দেখানোর পরে পাহাড় ফের উত্তপ্ত হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

মোর্চা জানিয়েছে, জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গকে পাহাড় ছাড়তে হবে বলে হুমকি দিয়েছিলেন মন্ত্রী। তাদের কথায়, মন্ত্রীকে ক্ষমা চাইতেই হবে। লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তবে কী ধরনের আন্দোলন হবে, তা নিয়ে অবশ্য এ দিন মোর্চা নেতারা কোনও মন্তব্য করেননি। মন্ত্রী অরূপবাবু অবশ্য এ দিন শুধু বলেন, ‘‘পাহাড়ের মানুষ একদিন গুরুঙ্গকে পাহাড় ছেড়ে চলে যেতে বাধ্য করবে। এটাই বলেছিলাম।’’ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে আসছেন। এ বার তিন দিন কালিম্পঙে থাকার কথা রয়েছে তাঁর। লেপচা এবং তামাঙ্গ বোর্ডের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নতুন আরও কিছু বোর্ড গঠনের ঘোষণাও হতে পারে। মুখ্যমন্ত্রীর সফরের আগে চাপ তৈরি করতেই এ দিন অরূপবাবুর কুশপুতুল পোড়ানোর সিদ্ধান্ত বলে নেতাদের দাবি। রাজ্য সরকারের বিরুদ্ধে ‘বিভাজনে’র রাজনীতির অভিযোগও তুলেছে মোর্চা। তৃণমূলের পাহাড় কমিটির সভাপতি রাজেন মুখিয়া এ দিন বলেন, ‘‘মন্ত্রীর ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। পাহাড়বাসীর কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই মোর্চা নেতারা ভিত্তিহীন অভিযোগ-আন্দোলন করে চলেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Morcha Gorkha CM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE