E-Paper

‘ফ্যামের’ নির্বাচনেও রইল ‘দ্বন্দ্বের’ ছায়া

তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় রিয়ার হয়ে ব্যাট করতে নেমেছেন। তা নিয়েই গুঞ্জন ছড়িয়েছে কোচবিহারে।

নমিতেশ ঘোষ

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৬
উদয়ন গুহ।

উদয়ন গুহ। —ফাইল চিত্র।

‘ফ্যামে'র (ফেয়ারলেস এআইটিসি মেম্বার) রাজ্য কমিটির নির্বাচন। সেখানেও এড়াল গেল না ‘দ্বন্দ্ব’। তৃণমূল কর্মীদের একাংশের তেমনই ধারণা। 'ফ্যাম' তৃণমূলের সমাজমাধ্যমের সংগঠন। এই প্রথমবার ভোট করে সংঠনের রাজ্য পদাধিকারী নির্বাচন হবে। আজ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন চলবে। সেই নির্বাচনে রাজ্যের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দিনহাটার পার্থ চক্রবর্তী। তাঁর হয়ে সমাজমাধ্যমেই ভোটের আবেদন করেন মন্ত্রী উদয়ন গুহ। ওই একই পদে প্রার্থী হয়েছেন হাওড়ার রিয়া দে মল্লিক। তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় রিয়ার হয়ে ব্যাট করতে নেমেছেন। তা নিয়েই গুঞ্জন ছড়িয়েছে কোচবিহারে। কোচবিহারের ‘গোষ্ঠীদ্বন্দ্বের’ ছায়া ফ্যামের নির্বাচনে পড়বে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।
উদয়ন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পার্থ (চক্রবর্তী) এমন একজন, যে আগ্রাসী বিজেপির বিরুদ্ধে বিরামহীন লড়াই করে গিয়েছে। ২০১৯ থেকে ২০২১-এ কোচবিহারে দলের হয়ে লড়াই মনে থাকার মতন। ওকে ওর যোগ্য জায়গায় পৌঁছে দিতে সকল ফ্যাম সদস্যদের কাছে আবেদন থাকল।’’ তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় আবার সমাজমাধ্যমে হাওড়ার বাসিন্দা রিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘রিয়া দে মল্লিক লড়াকু সেনানী সোস্যাল মিডিয়ার।’’

এ দিন উদয়ন বলেন, "পার্থকে (চক্রবর্তী) আমি চিনি। ফ্যামে'র নতুন কমিটি হওয়ার নির্বাচন হচ্ছে। পার্থ সেখানে প্রার্থী হয়েছে। ভালো ছেলে। দলের হয়ে দীর্ঘসময় ধরে সমাজমাধ্যমে লড়াই করছে। সে জন্যেই তাঁর হয়ে আবেদন রেখেছি।’’ অন্য দিকে, পার্থপ্রতিম বলেন, ‘‘ফ্যামের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আমি অবগত নই। তবে দুই এক জন পধাধিকারীকে আমি চিনি। তাঁদের শুভেচ্ছা জানিয়েছি।’’

তৃণমূলের একটি সূত্রে জানা গিয়েছে, জেলায় উদয়ন ও পার্থপ্রতিম আলাদা গোষ্ঠীর লোক। সম্প্রতি দুই গোষ্ঠীর ‘আকচা-আকচি’ প্রকাশ্যেও এসেছে। হয়তো তারই প্রভাব পড়েছে ফ্যামের নির্বাচনেও। দু’জনে দুই প্রার্থীর হয়ে সওয়াল করছেন। যদিও ‘দ্বন্দ্বের’ বিষয় নিয়ে উদয়ন ও পার্থপ্রতিম কোনও মন্তব্য করতে চাননি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ফ্যামে'র তিনটি পদের জন্যে এ বারে লড়াই হচ্ছে। সেগুলি হল সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক। সব মিলিয়ে ১১জন প্রার্থী রয়েছেন। চার জন লড়ছেন সাধারণ সম্পাদক পদের জন্য। ওই তালিকায় রয়েছেন এলাকায় উদয়নের অনুগামী বলে পরিচিত পার্থ চক্রবর্তী। পার্থ জানান, তিনি ২০১৫ সাল থেকে সমাজমাধ্যমের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। দিনহাটায় ‘সোশ্যাল মিডিয়া কমিউনিটি’ তৈরি করেন তারা। তার সভাপতি পদে রয়েছেন পার্থ। ২০২২ সাল থেকে তিনি ফ্যামের সঙ্গে যুক্ত। বর্তমানে ফ্যামের কোচবিহার জেলার ডেপুটি সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ‘‘সমাজমাধ্যমই আমার জায়গা। সেখানে দলের হয়ে দিনরাত প্রচার করি। সে জন্যই সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

AITC Cooch Behar

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy