Advertisement
২৬ অক্টোবর ২০২৪
landslide

কার্শিয়াঙে জাতীয় সড়কে ধস, বন্ধ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা

প্রবল বৃষ্টির জেরে কার্শিয়াঙের তিনধরিয়া এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে শুক্রবার সকালে।

কার্শিয়াঙে জাতীয় সড়কে ধস।

কার্শিয়াঙে জাতীয় সড়কে ধস। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কার্শিয়াং শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১২:১৪
Share: Save:

ফের ধস নামল দার্জিলিঙের রাস্তায়। প্রবল বৃষ্টির জেরে কার্শিয়াঙের তিনধরিয়া এলাকায় ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামে শুক্রবার সকালে। এর জেরে শিলিগুড়ি থেকে দার্জিলিঙের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এই ধসের জেরে দুর্ভোগের শিকার ওই এলাকায় বাসিন্দারা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ব্যাপক বৃষ্টি হয়েছে ওই এলাকায়। এই বৃষ্টির জেরেই পাহাড় থেকে নামে ধস। যার জেরে জাতীয় সড়কের একটি অংশ সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, প্রায় এক দশক পর সম্প্রতি মেরামত করা হয়েছিল জাতীয় সড়কের ওই অংশ। কিন্তু এই ধসের জেরে তা আবার ক্ষতিগ্রস্ত হল। যদিও এই ধসের জেরে কোনও প্রাণহানি ঘটেনি বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছেন বলে জানা গিয়েছে। তবে এই রাস্তা দিয়ে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও রোহিণী এবং মিরিক হয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা খোলা রয়েছে।

অন্য বিষয়গুলি:

Darjeeling Kurseong landslide Tindharia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE