Advertisement
২০ এপ্রিল ২০২৪

অনির্বাণকে ধরতে সাহায্য করবে লিপিকা

এরপরই এ দিন হেফাজতের মেয়াদ শেষ হওয়া লিপিকাকে আরও চারদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ৷ যদিও লিপিকার আইনজীবীরা এর তীব্র বিরোধিতা করেন৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০২:৫৩
Share: Save:

ভিন রাজ্যে নয়, উত্তরবঙ্গেই গা ঢাকা দিয়ে রয়েছে উত্তম মোহান্ত খুনে অন্যতম অভিযুক্ত অনির্বাণ রায়৷ এমনটাই অনুমান পুলিশের। মঙ্গলবার উত্তমবাবুর স্ত্রী লিপিকা মোহান্তকে আদালতে তোলা হলে ফের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের দাবি, জেরায় লিপিকা বলেছে, অনির্বাণকে ধরতে সে সাহায্য করবে৷

২৯ জুন দুপুরে অস্বাভাবিক মৃত্যু হয় এলআইসির ডেভেলপমেন্ট অফিসার উত্তমবাবুর। তাঁকে খুনের অভিযোগ ওঠে তার স্ত্রী লিপিকা ও লিপিকার প্রেমিক অনির্বাণের বিরুদ্ধে। ঘটনার পরদিনই লিপিকাকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় অনির্বাণ৷ পুলিশের দাবি, এ দিন সকালেই জেরায় লিপিকা তাদের জানিয়েছে, অনির্বাণ উত্তর দিনাজপুরের ইসলামপুর বা তার আশপাশে লুকিয়ে থাকতে পারে৷ তাকে ধরিয়ে দিতে সে পুলিশকে সাহায্য করবে৷ এরপরই এ দিন হেফাজতের মেয়াদ শেষ হওয়া লিপিকাকে আরও চারদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ৷ যদিও লিপিকার আইনজীবীরা এর তীব্র বিরোধিতা করেন৷

তার আইনজীবী সন্দীপ দত্তের বক্তব্য, একজন অভিযুক্তকে ধরার জন্য আরেকজন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিতে পারে না৷ তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত একে খুনের ঘটনা বলাও যায় না৷ তিনি বলেন,‘‘অতিরিক্ত মদ্যপানের জন্যই উত্তমবাবুর মৃত্যু হয়েছে৷ কিন্তু উত্তমবাবুর মৃত্যুর পর ভেটাগুড়িতে থাকা তার প্রায় আট কাঠা জমি যাতে নিজেদের দখলে রেখে ভোগ করতে পারেন সেজন্য তার দাদারা উত্তমবাবুর স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা খুনের অভিযোগ করেছেন৷ এবং উত্তমবাবুর দেহ দাহ করার সময় তার মেয়েকে পর্যন্ত বিষয়টি জানানোর প্রয়োজন মনে করেননি৷’’ যদিও সরকারপক্ষের আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, ‘‘লিপিকা জেরায় পুলিশকে জানিয়েছে, অনির্বাণ কোথায় লুকিয়ে থাকতে পারে সে ব্যাপারে তিনি জানেন। এবং লিপিকা এ ব্যাপারে পুলিশকে সাহায্য করবে বলেও জানিয়েছে৷ সেজন্যই অনির্বাণকে গ্রেফতার করতে লিপিকাকে ফের হেফাজতে নেওয়া প্রয়োজন৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE