Advertisement
E-Paper

আবার একযোগে গুরুং-মনের নাম

দু’বছর আগে গুরুং পাহাড় ছাড়ার পর থেকে শুধুমাত্র ঘরোয়া গোপন বৈঠক এবং সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া বিমলের উপস্থিতি ছিল না। এদিন বিজেপি প্রার্থীকে সামনে রেখে গুরুংপন্থীরা আবার রাস্তায় নামলেন।

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০৩:২১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

চকবাজার, মোটরস্ট্যান্ড থেকে জজবাজার, দীর্ঘদিন পর প্রকাশ্যে বিমল গুরুংয়ের নামে স্লোগান শুনল শৈলশহর। বহু দিন পরে প্রকাশ্যে দেখা গেল গুরুংপন্থী নেতা কর্নেল রমেশ আলেকেও। একই সঙ্গে স্লোগান উঠল মন ঘিসিংয়ের নামেও। সেই আওয়াজ তুলে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। মঙ্গলবার দুপুরে। সঙ্গে জিএনএলএফ কেন্দ্রীয় কমিটির নেতা নীরজ জিম্বা ও জেলা বিজেপি’র সভাপতি অভিজিৎ রায়চৌধুরী। এই পরিস্থিতে যাতে বিনয়পন্থীদের সঙ্গে গোলমাল না বাঁধে সে জন্য কড়া পুলিশি ব্যবস্থাও ছিল।

দু’বছর আগে গুরুং পাহাড় ছাড়ার পর থেকে শুধুমাত্র ঘরোয়া গোপন বৈঠক এবং সোশ্যাল নেটওয়ার্ক ছাড়া বিমলের উপস্থিতি ছিল না। এদিন বিজেপি প্রার্থীকে সামনে রেখে গুরুংপন্থীরা আবার রাস্তায় নামলেন।

তবে বিষয়টি নিয়ে বিচলিত নন মোর্চা সভাপতি বিনয় তামাং বা দার্জিলিং জেলা তৃণমূল জেলা সভাপতি তথা মন্ত্রী গৌতম দেব। মোর্চা সভাপতি বিনয় বলেছেন, ‘‘পাহাড়বাসী শান্তি, উন্নয়ন চান। অশান্তকারীদের ভোট নয়। হিসেব করে দেখছিলাম, দেড় লক্ষ ভোটে জিতব। এখন যা পরিস্থিতি, তাতে জয়ের রেকর্ড মার্জিন হবে।’’

গৌতমবাবু বলছেন, ‘‘বিজেপি প্রার্থী রাজ্যে ৫০টি আসনে দলের জয়ের দাবি করেছেন! রাজ্যে ক’টা আসন আছে, উনি জানেনই না।’’

বিজেপি সূত্রে খবর, আপাতত বিস্তা থাকবেন মাটিগাড়ায় শ্বশুরবাড়িতে। তাঁর শ্বশুরবাড়ির অনেকেই সুবাস ঘিসিংয়ের আমল থেকেই জিএনএলএফ ঘনিষ্ঠ। এখন পাহাড় সামলাবেন জিএনএলএফ, বিমলপন্থীরা এবং বিজেপি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী বলছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে পাহাড়েও ভোট হবে।’’

Lok Sabha Election 2019 Bimal Gurung Darjeeling
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy