বড়সড় সাফল্য পেল কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ। অসম-বাংলা সীমান্ত থেকে বাজেয়াপ্ত করা হল লরিবোঝাই মদ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের মুখে জোরাই মোড়ে নাকা চেক পয়েন্টে আটক হয় লরিটি। লরির ভিতরে চেম্বার বানিয়ে তার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল মদ। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বক্সিরহাট থানার ওসির নেতৃত্বে একটি দল অসম-বাংলা সীমান্তে লরিটি আসার অপেক্ষায় ওত পেতে বসে ছিল। লরিটি পশ্চিমবঙ্গে প্রবেশ করা মাত্রই সেটিকে আটক করা হয়। লরিতে তল্লাশি চালিয়ে দেখা যায়, ভিতর গোপন চেম্বার তৈরি করা হয়েছে। চেম্বারটি বাইরে থেকে দেখতে একটি মেশিনের মতো। পুলিশ সেই চেম্বারটি গ্যাস কাটার দিয়ে কেটে দেখতে পায়, তার ভিতর প্রচুর মদের বাক্স।
কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, ‘‘ট্রাকটি থেকে সাত হাজার ৮০টি বোতল হুইস্কি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। একজন হরিয়ানার বাসিন্দা এবং একজন দিল্লির বাসিন্দা। মদ সম্ভবত বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।’’