E-Paper

তৃণমূলের ‘ভাল মানুষদের’ দলে আহ্বান ইশার

২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মৌসম। উত্তর মালদহে তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপির কাছে হেরে যান।

অভিজিৎ সাহা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৮:৩৩
মৌসম বেনজির নুর।

মৌসম বেনজির নুর। —ফাইল চিত্র।

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মৌসম নুর। সোমবার দুপুরে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গিয়ে ইস্তফা দেন তিনি। গত শনিবার দিল্লিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন তিনি। এ দিকে, তাঁর দলবদলের পরেই দোলাচলে তৃণমূলের জেলা, ব্লক কমিটির নানা পদে থাকা মৌসম-ঘনিষ্ঠেরা। এ অবস্থায় তাঁদের চিহ্নিত করে নতুন জেলা, ব্লক এবং অঞ্চল কমিটি গঠনে উদ্যোগী হচ্ছে মালদহের তৃণমূল। অন্য দিকে, মৌসমের দলবদলের পরে তৃণমূলের ‘ভাল মানুষ’দের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী।

২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মৌসম। উত্তর মালদহে তৃণমূলের প্রার্থী হয়ে বিজেপির কাছে হেরে যান। পরে তৃণমূল তাঁকে রাজ্যসভার সাংসদ করে। মৌসম ছ’বছর রাজ্যসভার সাংসদ ছিলেন। এপ্রিলে তাঁর রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়ার কথা। মৌসম বলেন, ‘‘তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলাম। দলবদলের কারণে পদ থেকে ইস্তফা দিলাম।’’

ইংরেজবাজারের রথবাড়িতে নুর ম্যানশন থেকে দলের কাজকর্ম করতেন রাজ্যসভার সাংসদ মৌসম নুর। সোমবার বেলা ১টার সময় গিয়ে দেখা যায়, তালাবন্দি তাঁর কার্যালয়। কার্যালয়ের সামনে থেকে খুলে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। শনিবার তাঁর দলবদলের সময়েও কার্যালয়ে ছিলেন মৌসম-অনুগামী তৃণমূলের জেলা কমিটির একাধিক পদাধিকারী। তৃণমূলের এক নেতা বলেন, ‘‘দিদি (মৌসম) কংগ্রেসে থাকার সময় থেকেই তাঁর সঙ্গে রয়েছি। তাঁর সঙ্গেই দল বদলে তৃণমূলে যোগ দিয়েছিলাম। এখন কী করব, বুঝতে পারছি না। তাই এ দিন আর ওঁর কার্যালয়ের দিকে যাইনি।’’

চলতি সপ্তাহেই দিল্লি থেকে মালদহে আসার কথা মৌসমের। তাঁকে স্বাগত জানাতে কোতোয়ালি ভবনে দলীয় কর্মসূচির আয়োজন করছে কংগ্রেস। মৌসম বলেন, ‘‘দলবদলের ব্যাপারে ঘনিষ্ঠ কাউকেই কিছু জানানো হয়নি। জেলায় ফিরে সবার সঙ্গে আলোচনা করব।’’ তিনি কি তাঁর অনুগামীদের কংগ্রেসে টানবেন? মৌসম জানান, সময় হলেই তা জানা যাবে। তবে জেলা কংগ্রেস সভাপতি তথা দক্ষিণ মালদহের সাংসদ ইশা খান চৌধুরী বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই কংগ্রেসই করছে। তৃণমূল লোক-দেখানো লড়াই করছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৃণমূলের যাঁরা ভাল মানুষ আছেন, সবাইকে কংগ্রেসে আসার অনুরোধ করব।’’

অন্য দিকে, ঘরের ভাঙন এড়াতে তৎপর তৃণমূল শিবিরও। গত ছ’মাস ধরে তৃণমূলের জেলা, ব্লক এবং অঞ্চল কমিটি নেই এবং আগামী ৮ জানুয়ারি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় কর্মসূচি রয়েছে। তৃণমূল সূত্রের খবর, অভিষেকের সফরের আগে কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তার আগে মৌসম দল বদল করায় তাঁর ঘনিষ্ঠদের ছেঁটে তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাঁরা প্রকৃত সৈনিক, তাঁদেরই কমিটিতে প্রাধান্যদেওয়া হবে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mausam Noor

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy