E-Paper

উত্তরে আজ মমতা, কথা বণিক-বৈঠকে

পুরাতন মালদহের নারায়ণপুর, গাজল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, চাঁচল এলাকায় নতুন বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ঘুরে দেখেন জেলাশাসক, জেলা শিল্প আধিকারিক, বণিকসভার প্রতিনিধিরা।

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ০৮:৪৯
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

উত্তরবঙ্গে তিন দিনের সফরে আজ, সোমবার শিলিগুড়িতে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিনই উত্তরবঙ্গের জেলাগুলির বিভিন্ন বণিকসভার সঙ্গে তিনি শিলিগুড়িতে ‘নর্থবেঙ্গল বিজনেস মিট-২০২৫’-এ অংশ নেবেন। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সোমবার বিকেল চারটে থেকে ওই কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা ঘন্টা দু’য়েক এগিয়ে আনার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরকন্যা সংলগ্ন ফুলবাড়ির একটি মাঠে সরকারি পরিষেবা বিলির অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

এ দিন শিলিগুড়িতে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি ছিল তুঙ্গে। শিলিগুড়ির মহকুমাশাসক অবধ সিংহল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ৯০০ শিল্পোদ্যোগী যোগ দেবেন। সেই মতো দীনবন্ধু মঞ্চ সাজিয়ে তোলা হচ্ছে।’’ লাগোয়া শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের মাঠেও বসার ব্যবস্থা, জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। সংবাদমাধ্যমকে দীনবন্ধু মঞ্চের নিচতলায় রামকিঙ্কর হলে বসানোর ব্যবস্থা করা হয়েছে। দীনবন্ধু মঞ্চের মূল সভাকক্ষে বণিকসভার প্রতিনিধি, বিভিন্ন সরকারি দফতরের সচিবরা থাকবেন।

বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের জেলাগুলির শিল্পোদ্যোগীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা যেমন তুলে ধরবেন, তেমনই নতুন কিছু বিনিয়োগও আসার কথা রয়েছে বলে প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার টাকার কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে দাবি। বিভিন্ন জেলায় ওই সমস্ত বিনিয়োগকারীদের জায়গাগুলি জেলা প্রশাসন, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিকেরা ঘুরে দেখে নিচ্ছেন।

এ দিন পুরাতন মালদহের নারায়ণপুর, গাজল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, চাঁচল এলাকায় নতুন বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ঘুরে দেখেন জেলাশাসক, জেলা শিল্প আধিকারিক, বণিকসভার প্রতিনিধিরা।

মঙ্গলবারের অনুষ্ঠানের জন্যও ফুলবাড়ির মাঠে রাত জেগে প্রস্তুতি চলছে জোরকদমে। জলপাইগুড়ি থেকে চা শ্রমিকদের সেখানে নিয়ে যাওয়া হবে। প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, পাট্টা বিলি করা হবে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে। জলপাইগুড়িতে চা বাগানের ক্রেশ থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হওয়ারও কথা রয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনও করতে পারেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের সূচি প্রশাসনের তরফে তৈরি হচ্ছে।

প্রশাসনের একটি সূত্রের দাবি, ১৩৫টি প্রকল্পের শিলান্যাসের তালিকা তৈরি হচ্ছে। উদ্বোধন হবে দু’শোরও বেশি প্রকল্পের। যার জন্য ব্যয় হয়েছে প্রায় তিনশো কোটি টাকা। জেলার প্রায় দেড় লক্ষ বাসিন্দাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা বিলি করা হবে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান থেকে। জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, “রাজ্যের তরফে নানা নির্দেশ আসছে। নতুন বেশ কিছু ঘোষণা করা হতে পারে। সব প্রকল্পের এত দিনের কাজের রিপোর্ট এবং আগামীর লক্ষ্যমাত্রা জানানো হবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Mamata Banerjee Siliguri

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy