E-Paper

শিল্পে আটশো কোটি টাকার বিনিয়োগ সম্ভাবনার দাবি মন্ত্রীর

বিরোধীদের দাবি, শিল্পস্থাপনের জন্য প্রচুর ব্যয়ে ‘সিনার্জি’ হলেও অধরা থাকছে জেলার আম, রেশম ঘিরে শিল্প। আম-রেশম ও পর্যটন ঘিরে শিল্পের দাবি জানিয়েছে বণিক-মহলও।

অভিজিৎ সাহা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১০:০৬
সিনার্জি এন্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভে চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী ক্ষুদ্র শিল্প মাঝারি উদ্যোগ ও বস্ত্র,দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে সহ অন্যান্যরা শনিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে।

সিনার্জি এন্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভে চন্দ্রনাথ সিনহা, মন্ত্রী ক্ষুদ্র শিল্প মাঝারি উদ্যোগ ও বস্ত্র,দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে সহ অন্যান্যরা শনিবার মালদহ কলেজ অডিটোরিয়ামে। ছবি: উত্তম বিশ্বাস

গৌড়বঙ্গে শিল্পস্থাপনে ৮০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। শনিবার মালদহে ‘সিনার্জি-২০২৪’ আয়োজনের মঞ্চে তিনি দাবি করেন, শিল্পস্থাপনের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে গৌড়বঙ্গে। একই মঞ্চে জেলায় ‘ধুঁকতে থাকা’ তাঁতশিল্প নিয়ে ক্ষোভের কথা জানালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। আম ও রেশম শিল্পের অবস্থা নিয়ে সরব হলেন সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী-বিধায়কেরা এই সব প্রশ্ন তোলায় চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, শিল্পস্থাপনের জন্য প্রচুর ব্যয়ে ‘সিনার্জি’ হলেও অধরা থাকছে জেলার আম, রেশম ঘিরে শিল্প। আম-রেশম ও পর্যটন ঘিরে শিল্পের দাবি জানিয়েছে বণিক-মহলও।

মালদহ কলেজ অডিটোরিয়ামে গৌড়বঙ্গের তিন জেলার শিল্পোদ্যোগীদের নিয়ে ওই অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ দাবি করেন, গৌড়বঙ্গের তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে শিল্প তৈরিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। তিনি বলেন, ‘‘গৌড়বঙ্গে শিল্পের সম্ভাবনা রয়েছে। আগামিদিনে ৮০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তিন জেলায়। তাতে প্রায়ে সাড়ে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ব্যবসায়ী, শিল্পদ্যোগীদের সমস্যা জানতে জেলায় জেলায় ‘সিনার্জি’ হচ্ছে। আম-রেশম শিল্পের চেষ্টাও করছে রাজ্য সরকার।’’

এ দিনের অনুষ্ঠানে গৌড়বঙ্গের তিন জেলার একাধিক মন্ত্রী, সভাধিপতি, বিধায়কেরা ছিলেন। ছিলেন জেলাশাসকেরাও। প্রশাসনের দাবি, মালদহে ৪৭০ কোটি, উত্তর দিনাজপুরে ২৬০ কোটি এবং দক্ষিণ দিনাজপুরে ৬০ কোটি টাকার শিল্প-বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। হরিশ্চন্দ্রপুরে মাখনা, সুজাপুরে প্লাস্টিক ক্লাস্টার, বালুরঘাটের শিল্পপার্ক, কালিয়াগঞ্জে সর্ষের তেলের ক্লাস্টারের মতো একাধিক প্রকল্প রয়েছে বলে জানানো হয়। গৌড়বঙ্গের তিন জেলায় ২০২৩-২৪ অর্থবর্ষে ৮৫৩২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবর্ষে এখনও পর্যন্ত ৪৪৪২ কোটি টাকা ব্যাঙ্কঋণ দেওয়া হয়েচে বলেও উল্লেখ করা হয়।

তবে গৌড়বঙ্গে তাঁতশিল্পের অবস্থা নিয়ে কার্যত প্রশ্ন তুলেছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। গঙ্গারামপুরের মতো পুরাতন মালদহ-সহ জেলার একাধিক প্রান্তে একদা তাঁতের কাপড় বোনার চল থাকলেও এখন সে শিল্প ধুঁকছে বলে মন্তব্য করেন তিনি। সূত্রের দাবি, অনুষ্ঠানের পরে জেলা শিল্পকেন্দ্রের ম্যানেজার মানবেন্দ্র মণ্ডলকে তাঁত নিয়ে উদ্যোগী হওয়ার বার্তা দেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন আম এবং রেশম নিয়ে সংশ্লিষ্ট দফতরকে আরও উদ্যোগী হওয়ার বার্তা দেন।

মালদহের ব্যবসায়ী ও শিল্প সংগঠনের সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‘সিনার্জিতে শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা হয় ঠিকই। তবে শিল্প তৈরির আরও সম্ভাবনা রয়েছে। সে কথা দফতরকে জানানো হয়েছে।’’

বিজেপির দক্ষিণ মালদহের সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, ‘‘শিল্পের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। অথচ জেলায় শিল্প হচ্ছে না। মন্ত্রী-বিধায়কেরাই প্রশ্ন তুলছেন।’’ তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, ‘‘রাজ্য সরকার শিল্পের উন্নয়নে চেষ্টা করছে। কেন্দ্রের কোনও উদ্যোগই নেই।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Synergy conference industry

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy