Advertisement
০৫ মে ২০২৪
Udayan Guha

‘মানুষের টাকা নিয়ে থাকলে ফেরত দিন, নইলে টিকিট হবে না’, হুঁশিয়ারি মন্ত্রী উদয়নের

বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেবাড়ি এলাকায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল।

উদয়ন গুহ।

উদয়ন গুহ।

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ২২:৪৪
Share: Save:

সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকলে শীঘ্রই তা ফেরত দিতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সভায় শাসক দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমন হুঁশিয়ারিই দিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, টাকা ফেরত না দেওয়া হলে কেউই আগামী দিনে দলের টিকিট পাবেন না। উদয়নের এই মন্তব্যের পরেই শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের বক্তব্য, মন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিলেন, শাসক দলের নেতারা সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন!

বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের নাগরেবাড়ি এলাকায় ‘চলো গ্রামে যাই’ কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেই মঞ্চ থেকে উদয়ন বলেন, ‘‘মানুষের কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। আমাদের কাছে খবর আছে, কে কে টাকা নিয়েছেন। খুব দ্রুত যদি তাঁরা টাকা ফেরত না দেন, তা হলে ভগবানও এসে আপনাদের টিকিট দিতে পারবে না।’’

উদয়নের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে জেলায়। বিজেপির জেলা সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘মন্ত্রী আসলে স্বীকার করে নিলেন, তৃণমূল নেতারা সাধারণ মানুষের টাকা নিয়েছেন। এবং এই মন্ত্রীও যে এই প্রতারণা চক্রে জড়িত, তা-ও প্রমাণিত হল। তা না হলে উনি কী করে জানলেন, কারা কারা টাকা নিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udayan Guha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE