Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৬ অক্টোবর ২০২১ ই-পেপার

Landslide: বৃষ্টিতে কালিম্পং, সিকিম সীমানার একাধিক জায়গায় ধস, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং ৩০ জুলাই ২০২১ ০৮:৩৪
ধসের জেরে ভেঙে গিয়েছে বাড়ি।

ধসের জেরে ভেঙে গিয়েছে বাড়ি।
নিজস্ব চিত্র।

বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার একাধিক জায়গায় ধস নেমেছে বৃহস্পতিবার রাত থেকে। যার জেরে ১০ নম্বর জাতীয় সড়কের একটা বড় অংশ অবরুদ্ধ হয়ে পড়েছে। এ ছাড়া কালিম্পঙের কাছেও একাধিক জায়গায় নেমেছে ধস। ১০ নম্বর জাতীয় সড়ক ছাড়াও দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানার রংপো, মিল্লির মতো এলাকাগুলিতে ধস ভয়াবহ পরিস্থিতির তৈরি করেছে। এমননিতেই করোনা বিধিনিষেধের জন্য সিকিমে সীমিত সংখ্যক গাড়ি চলাচল করছে। দার্জিলিং থেকে কালিম্পং আসার রাস্তাও ধসের কবলে পড়েছে বলে জানা গিয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের উপর ২৯ মাইল এলাকাও গিয়েছে ধসের কবলে। বৃহস্পতিবার দার্জিলিঙের সিঙ্গমারির নীচে সংটম এলাকাতেও নামে ধস। যার জেরে সেখানকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ধসের জেরে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

গত কয়েক দিন ধরে বৃষ্টির জেরেই এই ধস বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। শুক্রবার সকাল হতেই স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ শুরু করেছে। যত দ্রুত সম্ভব রাস্তাগুলিকে যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisement