Advertisement
০৩ মে ২০২৪
High Price of Oranges

চড়া দাম কমলার, ভিড় নেই ক্রেতার

ব্যবসায়ীদের বক্তব্য, অন্য বারের তুলনায় এ বছর কমলালেবুর ফলন কম হয়েছে। সে কারণে তার দাম বেশি।

জয়গাঁ সুপার মার্কেট এলাকায় কমলা লেবুর দোকান।

জয়গাঁ সুপার মার্কেট এলাকায় কমলা লেবুর দোকান। —নিজস্ব চিত্র।

সৌম্যদ্বীপ সেন
জয়গাঁ শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ০৮:২৪
Share: Save:

ফলন কম, তা-ই চড়া দামে বিক্রি হচ্ছে ভুটানের কমলালেবু।

শীত পড়তেই প্রতি বছরের মতো এ বারও ভুটানের সীমান্তবর্তী শহর জয়গাঁ-সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলালেবুর। ওই কমলা কিনতে প্রতি বছরেই বাজারে ক্রেতাদের ভিড় জমে। তবে এ বছর ভিড় অনেকটাই কম। প্রতি বছরেই জয়গাঁর রাস্তার পাশে সার সার কমলার দোকান বসে। এ বছরও দোকান রয়েছে। কিন্তু তেমন ভাবে দেখা মিলছে না ক্রেতাদের।

ব্যবসায়ীদের বক্তব্য, অন্য বারের তুলনায় এ বছর কমলালেবুর ফলন কম হয়েছে। সে কারণে তার দাম বেশি। প্রতি বছর যে কমলা ৩০০ থেকে ৪০০ টাকা টন দরে বিক্রি হত, সে কমলাই এ বছর কিনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা টন দরে কিনতে হচ্ছে। তা-ই চড়া দামেই তা বিক্রি করতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় ক্রেতার দেখা মিলছে না।

বিক্রেতা লীলা সিংহ বলেন, ‘‘শীত পড়তেই কমলালেবুর দোকান দিই। এ বছর ফলন কম। এ ছাড়া, বাংলাদেশেও কমলা রফতানি করা হচ্ছে। তাই এ বার অন্য বারের তুলনায় দাম অনেকটাই বেশি।’’

আর এক বিক্রেতা নীতা শাহ বলেন, ‘‘এ বছর খুব কম ক্রেতা আসছেন দোকানে। দাম বেশি হওয়ায়, অনেকে কমলা কিনছেনও না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Joygaon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE