ফলন কম, তা-ই চড়া দামে বিক্রি হচ্ছে ভুটানের কমলালেবু।
শীত পড়তেই প্রতি বছরের মতো এ বারও ভুটানের সীমান্তবর্তী শহর জয়গাঁ-সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে দেখা মিলছে ভুটানের কমলালেবুর। ওই কমলা কিনতে প্রতি বছরেই বাজারে ক্রেতাদের ভিড় জমে। তবে এ বছর ভিড় অনেকটাই কম। প্রতি বছরেই জয়গাঁর রাস্তার পাশে সার সার কমলার দোকান বসে। এ বছরও দোকান রয়েছে। কিন্তু তেমন ভাবে দেখা মিলছে না ক্রেতাদের।
ব্যবসায়ীদের বক্তব্য, অন্য বারের তুলনায় এ বছর কমলালেবুর ফলন কম হয়েছে। সে কারণে তার দাম বেশি। প্রতি বছর যে কমলা ৩০০ থেকে ৪০০ টাকা টন দরে বিক্রি হত, সে কমলাই এ বছর কিনতে হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকা টন দরে কিনতে হচ্ছে। তা-ই চড়া দামেই তা বিক্রি করতে হচ্ছে। দাম বেড়ে যাওয়ায় ক্রেতার দেখা মিলছে না।
বিক্রেতা লীলা সিংহ বলেন, ‘‘শীত পড়তেই কমলালেবুর দোকান দিই। এ বছর ফলন কম। এ ছাড়া, বাংলাদেশেও কমলা রফতানি করা হচ্ছে। তাই এ বার অন্য বারের তুলনায় দাম অনেকটাই বেশি।’’
আর এক বিক্রেতা নীতা শাহ বলেন, ‘‘এ বছর খুব কম ক্রেতা আসছেন দোকানে। দাম বেশি হওয়ায়, অনেকে কমলা কিনছেনও না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)