Advertisement
১৯ মে ২০২৪

জেল ফেরত কী করে হোম চালায়

মাস ছয়েক আগে যার বিরুদ্ধে হোমের আবাসিকদের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছিল, প্রশাসনের চোখে ধুলো দিয়ে সেই দিব্যি ফের হোম চালাচ্ছে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চালসার শালবাড়ি মোড় এলাকায় এমনই একটি হোম নজরে এল জলপাইগুড়ি সিডব্লুউসি-র৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ০১:৫০
Share: Save:

মাস ছয়েক আগে যার বিরুদ্ধে হোমের আবাসিকদের যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছিল, প্রশাসনের চোখে ধুলো দিয়ে সেই দিব্যি ফের হোম চালাচ্ছে ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় চালসার শালবাড়ি মোড় এলাকায় এমনই একটি হোম নজরে এল জলপাইগুড়ি সিডব্লুউসি-র৷ বিষয়টি নজরে আসতেই মেটেলি থানাকে ওই হোমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তিন দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সিডব্লুউসি৷ সিডব্লুউসি জানিয়েছে, কোনও অনুমোদন ছাড়া সম্পূর্ণ বেআইনি ভাবে চলছে ওই হোমটি৷

সিডব্লুউসি সূত্রে জানা গিয়েছে, ওই হোমটির নাম ‘শিশু সেবা বাল বিকাশ সঙ্গীতালয়’৷ এক সময় সেখানে বেশ কিছু শিশু, কিশোর ও কিশোরী থাকত৷ সিডব্লুউসি-র চেয়ারপার্সন বেবি উপাধ্যায় জানান, গত বছর জুন মাসে হোমের তিন আবাসিক হোমটি যে চালায় আর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনে৷ তারপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়৷ হোমে থাকা আবাসিকদের জলপাইগুড়ির বিভিন্ন হোমে নিয়ে যাওয়া হয়৷

কিন্তু এ দিন আচমকাই সেখানে গিয়ে সিডব্লুউসি-র নজরে আসে অভিযুক্ত সেই ব্যক্তি ফের হোমটি চালু করে দিয়েছে৷ যেখানে পনেরো-ষোলোজন শিশু, কিশোর ও কিশোরীও রয়েছে৷ এরপরই সিডব্লুউসি-র সদস্য সুবোধ ভট্টাচার্য মেটেলি থানায় গিয়ে তিনদিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন৷ সুবোধবাবু বলেন, ‘‘জেল থেকে ফিরে ফের ওই ব্যক্তি হোমটি চালু করেছেন৷ কিন্তু যৌন নিগ্রহের অভিযোগ ওঠা ওই ব্যক্তির কাছে হোমটি চালানোর কোন অনুমতিই নেই৷’’

বেবি উপাধ্যায়ও বলেন, ‘‘হোমটি যে চালায় তার বিরুদ্ধে আবাসিকরা যৌন নিগ্রহের অভিযোগ তোলার পরই হোমটি আমরা খালি করে দিই৷ ওই ব্যক্তির কাছে হোম চালানোর কোনও অনুমতি এই মুহূর্তে নেই৷ কিন্তু আমাদের এক সদস্য এ দিন এসে দেখেন ফের ওই ব্যক্তি হোম চালাচ্ছেন৷ তারপরই তিনি পুলিশকে ব্যবস্থা নিতে বলেন৷’’

কিন্তু অনুমতি ছাড়া প্রশাসনের নজর এড়িয়ে একজন কি করে হোম চালাচ্ছেন? মালবাজারের মহকুমা শাসক দাভাল জৈন বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে দেখব৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home Jail Return
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE