Advertisement
২৬ এপ্রিল ২০২৪

উদয়নকে নিয়ে প্রশ্ন

দিন কয়েক আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এ বার দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদ থেকে তিনি কেন ইস্তফা দিচ্ছেন না সেই প্রশ্নে তাঁকে বিঁধে প্রচারে নামল বােমরা।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০৪:১২
Share: Save:

দিন কয়েক আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। এ বার দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদ থেকে তিনি কেন ইস্তফা দিচ্ছেন না সেই প্রশ্নে তাঁকে বিঁধে প্রচারে নামল বােমরা।

সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তারাপদ বর্মন বলেন, “বিলম্বে উদয়নবাবুর বোধোদয় হয়েছে। তাই তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু পুরসভার চেয়ারম্যান পদ কবে ছাড়বেন কে জানে!” উদয়নবাবু অবশ্য ওই প্রচারকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, “একজন বাদে আমরা ফরওয়ার্ড ব্লকের সব কাউন্সিলর তৃণমূলে দিয়েছি। সবাই মিলেই আমাকে চেয়ারম্যান করেছে। সেক্ষেত্রে ওই পদ থেকে পদত্যাগের প্রশ্ন কেন আসবে? ”

উদয়নবাবুর বিরুদ্ধে এবারে দিনহাটা কেন্দ্রে বাম জোটের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অক্ষয় ঠাকুর। তিনি বলেন, ‘‘উদয়নবাবু বুঝে গিয়েছেন মানুষের রায় কী হবে। তাই তিনি চেয়ারম্যান পদ আঁকড়ে ধরে রাখছেন। কারণ ওই পদ ছাড়লে তো আর কিছু থাকবে না।’’

গত ৩১ অক্টোবর ফরওয়ার্ড ব্লক ছেড়ে উদয়নবাবু তৃণমূলে যোগ দেওয়ার সময়ই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, উদয়নবাবুকে দিনহাটার প্রার্থী করা হবে। তখন থেকেই দুই পদ থেকে তাঁর পদত্যাগের দাবিতে সরব হয় ফব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Udayan guha election candidate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE