কাজের বরাত পাইয়ে দেওয়া নিয়ে যাতে কোনও অভিযোগ না ওঠে, সে জন্য তাঁর দফতরে ‘ই-টেন্ডার’ প্রথায় জোর আনা হবে বলে জানিয়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়িতে দিনভর কয়েক দফায় বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথবাবু এ কথা জানান। তিনি বলেন, ‘‘অতীতেও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। আগামী দিনেও করবে। আগেও ই টেন্ডার মারফৎ কাজ হয়েছে। সেই প্রক্রিয়ায় আরও গতি আনা হবে।’’ কিন্তু, ই টেন্ডার হলেও ঘুরপথে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ তো উঠতে পারে। তা রুখতে কী করবেন সেই প্রশ্নে রবীন্দ্রনাথবাবুর জবাব, ‘‘যাঁর যোগ্যতা রয়েছে, তিনিই কাজ পাবেন। আগামীতেও হবে না।’’
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়ে রবীন্দ্রনাথবাবু এ দিনই উত্তরকন্যায় প্রথমবার গেলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। দলীয় কর্মীদের মধ্যে যাতে কোনও ভুল বার্তা না পৌঁছয় তাই গোড়া থেকেই তিনি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের প্রশংসা করেছেন। বারবার বলেছেন, আগেও এই দফতর ভাল কাজ করছিল। এ বারও সেই গতি ধরে রাখতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের হাতে আগের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিল। সেই কাজের কথা ভোটের সময় বারবার শাসক দলের নেতারা প্রচারে বলেছেন। সেই ধারাও এই ভাবে অব্যাহত রাখলেন কোচবিহারের রবীন্দ্রনাথবাবু।
তবে এ বার শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে এ দিনও নানা জল্পনা চলেছে। ওই দায়িত্ব ছিল গৌতম দেবের হাতে। এখন নতুন মন্ত্রিসভা গঠনের পরে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে তা একনও পরিষ্কার নয়। একটি অংশের বক্তব্য, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাতেই আগে এসজেডিএ থাকায় লাভই হচ্ছিল। কিন্তু কোচবিহারের রবীন্দ্রনাথবাবুর হাতে সে দায়িত্ব দেওয়া হবে না বলেই মনে করা হচ্ছে। এসজেডিএ-তে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। সে কারণেই প্রথম দিনেই রবিবাবু ই টেন্ডারের কথা বলে দিলেন বলে মনে করা হচ্ছে। মুখেও তিনি বলেছেন, ‘‘অফিসারদেরও মাথা উঁচু করে কাজ করতে বলেছি। অন্যায়ের সঙ্গে আপসের কোনও প্রশ্নই নেই। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছি।’’ তাতে খুশি আধিকারিকরাও।