বিজেপির ডাকা বন্ধ সফল হতেই মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের ডেকে পরিস্থিতি সামলানোর চেষ্টার অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। ইসলামপুরের দাড়িভিট কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সরব তিনি। তাঁর অভিযোগ, ‘‘দাড়িভিটে সত্যি ঘটনা চাপা দিতেই রাজ্য সিআইডি-কে দিয়ে তদন্ত করাতে চাইছে।’’
সোমবার সেবক রোডে একটি হোটেলে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেন, ‘‘রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েও বন্ধ ব্যর্থ করতে পারেনি। বিনাশকালে বিপরীত বুদ্ধি।’’ আগামী বুধবার মমতা বন্দোপাধ্যায়ের শিলিগুড়িতে যাওয়ার কথা। বৃহস্পতিবার তিনি উত্তরবঙ্গ মাড়োয়াড়ি ভবনে হিন্দিভাষী বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন বলে ঠিক রয়েছে। বিজেপি নেতার অভিযোগ. শিলিগুড়িতে বন্ধে সাড়া মিলেছে এতেই উদ্বিগ্ন রাজ্য সরকার। এমনকি, স্কুলের শিক্ষকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। দাড়িভিটে পুলিশ গুলি না চালালে কে গুলি চালিয়েছে সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাহুল জানান, সিবিআই তদন্তের দাবি মানবাধিকার কমিশন এবং আদালতে জানানো হয়েছে। পরবর্তীতেও এই বিষয় লাগাতার আন্দোলন চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দেখা করে জানানো হবে।