Advertisement
০৮ মে ২০২৪
Rail tunnel

সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গের কাজ প্রায় শেষ, বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

মন্ত্রী জানান, সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গ প্রায় তৈরি। সেখান থেকে গ্যাংটক এবং গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত যাতায়াত শুরু করবে রেল দফতর।

picture of the workers.

শীঘ্রই চালু হয়ে যাবে সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ২৩:৪০
Share: Save:

শীঘ্রই চালু হয়ে যাবে সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গ। সেই পথ ধরেই নাথুলা পর্যন্ত রেল যাতায়াত করবে। রবিবার এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিকিমের উদ্দেশে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘উত্তর-পূর্ব ভারতের জন্য রেলে এই মুহুর্তে সব চেয়ে বেশি বাজেট বরাদ্দ হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন।’’

মন্ত্রী জানান, সেবক থেকে রংপো পর্যন্ত রেল সুড়ঙ্গ প্রায় তৈরি। সেখান থেকে গ্যাংটক এবং গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত যাতায়াত শুরু করবে রেল দফতর। রেল সুড়ঙ্গ পরিদর্শনের পর অশ্বিনী বলেন, ‘‘সামরিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সুড়ঙ্গ৷ শুধু রেল ব্যবস্থাই নয়, সড়ক ব্যবস্থাও চাঙ্গা করে তোলা হচ্ছে উত্তর-পূর্ব ভারতে। জমি সংক্রান্ত বিষয়ে রাজ্যের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সাহায্য পাওয়া যাবে, কাজ তত তাড়তাড়ি এগোবে।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘সিকিমে পর্যটনের ব্যবস্থাও ঘুরে দেখব। বিশেষ করে লাচুং বা লাচেনের মতো জায়গাগুলোর কী পরিস্থিতি, তা বিশ্বের দরবারে কী ভাবে তুলে ধরা যায়, তা দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rail tunnel Ashwini Vaishnaw
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE