নতুন ট্রেন, কয়েকটি স্টেশনকে ‘অমৃত ভারত’ প্রকল্পে আনার ঘোষণা, জাতীয় সড়কের শিলান্যাস এবং চা নিলাম কেন্দ্রের উদ্বোধনের ঘোষণাও হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভা থেকে। ২৯ মে আলিপুরদুয়ারে মোদীর সভা এবং সরকারি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই সভা থেকেই জলপাইগুড়ি জেলা এবং জেলা সম্পর্কিত একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হওয়ার কথা। যার মধ্যে জলপাইগুড়ি-কলকাতা ঘোষিত ট্রেনের উদ্বোধনও রয়েছে। রেল এবং জাতীয় সড়ক বিভাগের তরফে প্রধানমন্ত্রীর কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে বলে খবর। জলপাইগুড়ির বিজেপি জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক পেতে পারেন।
জলপাইগুড়ি-কলকাতা নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে কয়েক মাস আগে। একাধিক বার উদ্বোধনের দিনক্ষণ ঠিক হয়েও পিছিয়ে গিয়েছে। সূত্রে খবর, সেই ট্রেনের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে। জলপাইগুড়ির কয়েকটি স্টেশনে ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজের সূচনাও করা হতে পারে। জলপাইগুড়ি রোড স্টেশনেও অমৃত ভারত প্রকল্পের কাজের আংশিক উদ্বোধন হতে পারে। ধূপগুড়ি, মালবাজারের মতো কয়েকটি স্টেশনের সম্প্রসারণের কাজের ঘোষণাও করা হতে পারে। নতুন কিছু ডবল লাইন এবং বিদ্যুতের ওভারহেড তার টানার কাজের সূচনা হতে পারে বলেও খবর।
জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রও উদ্বোধনের মুখে। জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র নতুন করে শুরু কিছু পদ্ধতিগত কারণে আটকে ছিল। নিলাম কেন্দ্রের পরিচালন সমিতির সহ-সভাপতি পুরজিৎ বক্সীগুপ্ত বলেন, “সব কাগজ জমা দেওয়া হয়েছে। কলকাতা থেকে বৃহস্পতিবারই প্রতিনিধিদল ফিরেছে। যে কোনও দিন চায়ের নিলাম শুরু করা যেতে পারে।” নিলাম কেন্দ্র উদ্বোধনের কোনও পরিকল্পনা পরিচালন সমিতির তরফে এখনও প্রস্তাব আকারে পাঠানো হয়নি, যদিও চা পর্ষদের তরফে বেশ কিছু প্রকল্প প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় ঘোষণার জন্য পাঠানো হয়েছে। সেগুলির মধ্যে চা নিলাম কেন্দ্রও রয়েছে বলে খবর। দু-এক দিনের মধ্যে জলপাইগুড়ির জেলার বিজেপি জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করা হবে বলে জানানো হয়েছে। রেলের তরফেও বৈঠক হবে বলে খবর। জলপাইগুড়ির এক বিজেপির জনপ্রতিনিধির কথায়, “এলাকার কোথায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ চলছে এবং কী কী কাজের প্রস্তাব পাঠানো হয়েছে, তার রিপোর্ট ফের দিতে বলা হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।”
পূর্ব-পশ্চিম করিডরের ধূপগুড়ি বাইপাস থেকে সলসলাবাড়ি পর্যন্ত কাজের শিলান্যাসও মোদীর সভায় করা হতে পারে। সেবক দিয়ে বিকল্প জাতীয় সড়ক নিয়েও ঘোষণা হতে পারে। বাগরাকোট থেকে কালিম্পং পর্যন্ত নতুন সড়কের পুরোঅংশের উদ্বোধনের ঘোষণাও সে দিন হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)