সেচের কাজ করে গাছতলায় বসে জিরোচ্ছিলেন। ঘুমিয়ে পড়েছিলেন কিছু ক্ষণ। সেই সুযোগে সীমান্তের এ পার থেকে দুই ভারতীয় কৃষকের মুখ বেঁধে ও পারে নিয়ে যাওয়ার অভিযোগ দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে। এই নিয়ে শোরগোল গঙ্গারামপুর থানার সীমান্তবর্তী গ্রাম অনন্তপুরে। ‘অপহৃত’ দুই যুবকের উদ্ধারের দাবিতে সরব হন এলাকাবাসী। অনেক চেষ্টার পরে তাঁদের কাঁটাতারের এ পারে ফিরিয়ে আনতে পেরেছে বিএসএফ। পাশাপাশি দুই বাংলাদেশিকে ছেড়ে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।
ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ও পারে রয়েছে এ পারের অনন্তপুর গ্রামের বাসিন্দাদের চাষের জমি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ফিলিপ সোরেন এবং অবিনাশ টুডু নামে দুই ভারতীয় কৃষক চাষের কাজে গিয়েছিলেন সেখানে। সেচের কাজ শেষে ভারতীয় সীমান্তে গাছতলায় শুয়ে ছিলেন দু’জন। অভিযোগ, সেই সময় কয়েক জন বাংলাদেশি তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যান। কিছু ক্ষণ পর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়। উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। বিষয়টি কানে যায় বিএসএফের। দুই ভারতীয়কে উদ্ধার করতে শুরু হয় দুই দেশের ‘ফ্ল্যাগ মিটিং’। তার পর দুই যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা সুস্থ আছেন বলেই খবর।
আরও পড়ুন:
যদিও দুই বাংলাদেশি যুবককে এ জন্য ছেড়ে দিতে হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এনামুল হক এবং মাসুদ রানা নামে দুই বাংলাদেশিকে ভারতীয় সীমান্তে আটক করা হয়। অভিযোগ, সেই ‘রাগে’ দুই ভারতীয়কে ও পারে তুলে নিয়ে যান কয়েক জন। ফ্ল্যাগ মিটিং শেষে ওই বাংলাদেশি যুবকদের ছেড়ে দেওয়া হয় বলে খবর।